নিউ জিল্যান্ডে সফরের সবগুলো ম্যাচে হেরে দেশে ফিরেছেন লিটন দাসরা৷ আসার আগে শুনিয়ে এসেছেন সেই চিরাচরিত বাণী, তারা শিখছেন। কিন্তু তাদের এই শিক্ষাসফরের পালা শেষ হবে কবে? শেষ ছয় বছরে বিদেশি দলগুলোর ভেতরে নিউজিল্যান্ডে সবচেয়ে বেশিবার সফর করেছে বাংলাদেশই, কিন্তু পারফরম্যান্সের গ্রাফটা সফরকে সফর নিম্নমুখীই হচ্ছে কেবল। চট করেই পট পরিবর্তন হবে, দিগন্তে এমন কিছুর আভাসও তো মিলছে না। দেশের ক্রিকেটের যে করুণ হাল, তাতে তো শুধু লিটন দাসদের শিক্ষাসফরে গেলেই চলছে না।