প্লাসিবো ইফেক্ট: ওষুধ নয়, মনের জোরেই যেখানে সুস্থ হয়
প্লাসিবো ইফেক্ট হচ্ছে, রোগীকে দক্ষতার সাথে এমন ওষুধ বা ব্যবস্থাপনা দেওয়া, যার বাস্তবে রোগের সাথে কোনো সম্পর্কই নেই। তা সত্ত্বেও বেশিরভাগ সময় রোগী ওই ওষুধ বা ব্যবস্থাপনার কারণে সুস্থতা লাভ করে অথবা ভালো বোধ করে।