হোরেশিও নেলসন || পর্ব ১ || নেপোলিয়নকে পরাজিত করেছিলেন যে ব্রিটিশ নৌসেনাপতি
তিনি খ্যাতি অর্জন করেছেন ফরাসি মহাবীর নেপোলিয়নকে পরাজিত করার মধ্য দিয়ে। লর্ড নেলসন হলেন সেই ব্যক্তি, যিনি প্রাচ্যে ও পাশ্চাত্যে একচ্ছত্র আধিপত্য বিস্তারে নেপোলিয়নীয় পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছিলেন।