অ্যাপোলো ১৩ চন্দ্রাভিযান: দুর্ঘটনা মোকাবেলার গল্প || পর্ব ৯
হাইস যখন কমান্ড মডিউল থেকে লুনার মডিউলে প্রবেশ করলেন, তার কাছে মনে হচ্ছিল দুনিয়া উল্টে যাচ্ছে। এর একটা কারণ ছিল কমান্ড মডিউল আর লুনার মডিউল যেভাবে যুক্ত ছিল, তাতে কমান্ড মডিউলের মেঝে ছিল লুনার মডিউলের ছাদের সাথে যুক্ত। সেখানে কোনো বাতি ছিল না। শুধুমাত্র তার সাথে নিয়ে যাওয়া কিছু ফ্ল্যাশলাইট ছিল। কমান্ড মডিউলের অভ্যন্তরীণ অংশ ছিল কোণকাকৃতির। অন্যদিকে লুনার মডিউল ছিল বেলনাকৃতির। যদিও সেটা বোঝার উপায় ছিল না। কারণ দেওয়াল থেকে বিভিন্ন ক্যাবিনেট আর কনসোল ঝাঁকুনি দিয়ে ঝুলছিল।