হেলসিঙ্কি কাণ্ড: আগুন নিয়ে খেলতে গিয়ে নিজেই বেকায়দায় ট্রাম্প
বেশ বেকায়দায় পড়েছেন ডোনাল্ড জন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের পয়ঁতাল্লিশতম রাষ্ট্রপতি প্রথম থেকেই নানা কেরামতি তো দেখাচ্ছিলেনই, কিন্তু এবারে তিনি যা করলেন, তাতে বেজায় চটেছে তামাম আমেরিকাবাসী। ঘরোয়া রাজনীতিতে এতদিন ট্রাম্পের পক্ষে এবং বিপক্ষে মতামত শোনা যেত- তাকে কেন্দ্র করে তুমুল মেরুকরণ প্রত্যক্ষ করা যেত মার্কিন সমাজে। কিন্তু গত ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের এবং সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তার পর ট্রাম্পের নিজের ঘরেই তার গ্রহণযোগ্যতা পড়েছে বড়সড় প্রশ্নের মুখে। তার ‘আমেরিকাকে ফের মহান’ বানানোর শপথ যেন মুখ থুবড়ে পড়েছে মাটিতে। আর অবস্থা বেগতিক বুঝে ট্রাম্প প্রশাসন প্রাণপণ চেষ্টা করে চলেছে ড্যামেজ কন্ট্রোলের। কিন্তু ক্ষতি যা হওয়ার হয়েই গেছে।