টিকায় আরএনএ ভিত্তিক প্রযুক্তি আনছে আমূল পরিবর্তনের ছোঁয়া
আরএনএ ভ্যাক্সিন প্রযুক্তি হয়ে উঠতে পারে কোভিড-১৯ সহ আরো কয়েকটি দুর্লভ রোগের বিরুদ্ধে প্রতিরোধের প্রধান আশা। খুব অল্প সময়ে কোভিড-১৯ এর টিকার কাজ যতটা দ্রুত এগিয়েছে এটি আরএনএ ভিত্তিক প্রযুক্তির জন্য একটি মাইলফলক, এরফলে নতুন করে এই প্রযুক্তি নিয়ে কাজ করা গবেষণাকারী দল, প্রতিষ্ঠান, উদ্যোক্তাদেরা পাচ্ছে বিনিয়োগ। সম্ভাবনা জাগছে ক্যান্সার, এইডস, মাসকুলার ডিস্ট্রফির প্রতিষেধক থেকে শুরু করে ডেঙ্গু, চিকঙ্গুনিয়ার টিকার।