করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় এক বছর ধরে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়েছে। এই ধাক্কা শুধু ক্লাবগুলো অর্থনৈতিক অবস্থাকেই ছোঁয়নি, বদলে ফেলেছে ইউরোপিয়ান ফুটবলের কাঠামোটাই। ইতোমধ্যে দর্শক ফিরতে শুরু করেছে মাঠে। মহামারীর প্রভাবও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে বিশ্বজুড়ে। কিন্তু এই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে তো? ফুটবলে কি লাগবে পরিবর্তনের হাওয়া? যদি পরিবর্তন হয়, কেমন হতে পারে সেটার সম্ভাব্য ধরন?