ফুটবলের ভূতুড়ে যত গোল
গোলবলের খেলা ফুটবল পুরোটাই অনিশ্চয়তায় ঢাকা। কখন কি যে ঘটবে বলা মুশকিল। দোলাচালের এই খেলায় হয়েছে বহু গোল। ম্যারাডোনার সাতজনকে কাটিয়ে করা শতাব্দীর সেরা গোলসহ হালের মেসি রোনালোদোদের চমক জাগানিয়া গোল ও। তবে ইতিহাস ঘাটলে পাওয়া যাবে কিছু ভূতুড়ে গোল ও। ম্যাচ কিংবা ফলাফল ছাপিয়ে সেগুলো উঠে এসেছে আলোচনায়। আজ আমরা জানবো এইরকম কিছু অদ্ভুত গোল সম্পর্কে।