ইংল্যান্ডের অ্যাশেজ, বোথামের অ্যাশেজ
ক্রিকেট খেলাটা যদি পরিকল্পনা মোতাবেক চলে, তবে এর চেয়ে সহজ আর কোন খেলা নেই। কিন্তু পরিকল্পনায় সামান্য ভুল হয়ে গেলেই খেলাটা হয়ে উঠবে বিষম কঠিন। এমনই এক খেলায় ১৯৮১ অ্যাশেজ হয়ে উঠেছিলো বোথামের অ্যাশেজ। তার কীর্তি নিয়েই এ লেখা।