সাকিবের ‘অন্যরকম’ হ্যাটট্রিক
বাংলাদেশের ক্রিকেটের ‘রেকর্ডের বরপুত্র’ সাকিব আল হাসান। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তার পদচারণা। অস্বীকার করার সুযোগ নেই, বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে, সাংবাদিকদেরকে ক্রিকেটের পরিসংখ্যান-ইতিহাসের অলিগলি ভ্রমণের কাজে অভ্যস্ত করে তুলেছিলেন সাকিবই। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পর থেকে ব্যাটে-বলে পরিসংখ্যানে, রেকর্ডের অনেক পাতায় নিজের নাম সংযোজন করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও অর্জনের ভারে সমৃদ্ধ হয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারের ক্যারিয়ার।