চলতি মৌসুমে ইউরোপ সেরা গোলরক্ষকদের তুলনামূলক ফর্মহীনতা
ইউরোপের সেরা লীগগুলোর মধ্যে সেরা গোলরক্ষকদের তালিকায় অবশ্যই ডে হায়া, নয়্যার, স্টেগান, কর্ত্যুয়ার মত গোলরক্ষকরা অতি পরিচিত মুখ। দলের রক্ষণের অবস্থা যেমনই হোক, যেকোন ফুটবল ভক্তরা অনায়াসে এই সময়ের সেরা গোলরক্ষকদের উপরে চোখ বন্ধ করে নির্ভর করবে যেকোন প্রতিপক্ষের বিপক্ষেই।