আর্সেন ওয়েঙ্গার আর আর্সেনাল ছিলো গত দুই যুগ ধরে একে অন্যের সমার্থক শব্দ। ১৯৯৬ সাল থেকে শুরু করে টানা ২২ টি বছর এমিরেটসের ডাগ আউটে কাটিয়ে দিয়েছেন এই ফ্রেঞ্চম্যান। তার হাত ধরেই আর্সেনালে উঠে এসেছে বহু প্রতিভা। থিয়েরি অঁরি থেকে শুরু করে সেস্ক ফ্যাব্রিগাস কিংবা ভ্যান পার্সি সবাই ক্যারিয়ারে আলোর মুখ দেখেছেন ওয়েঙ্গারের অধীনে খেলেই। তবে গত ২২ বছর ধরে থাকাকালীন সময়ে আর্সেন ওয়েঙ্গার কিছু প্রতিভাবান খেলোয়াড় চিনতেও ভুল করেছেন। যার জন্য হয়তো এখনো আফসোসে পুড়েন তিনি। চলুন দেখে আসা যাক এমন কিছু তারকা খেলোয়াড় যারা ক্যারিয়ার শুরু করতে পারতেন আর্সেনালে, ওয়েঙ্গারের অধীনে।