চমকে দেওয়া সব ফ্রি ট্রান্সফার
গত কয়েক মৌসুম ধরেই দলবদলের বাজার আগুন গরম। কোনো একজন ভালো কিংবা প্রতিভাবান খেলোয়াড়দের পেছনে ক্লাবগুলোকে সত্যিকার অর্থেই টাকার বস্তা নিয়েই দৌড়াতে হচ্ছে। তবে মাঝেমাঝে কাকতাল ব্যাপারও ঘটে। ফ্রি তেই পাওয়া যায় চুক্তি ফুরানো নামী দামী প্রতিভাবান খেলোয়াড়দের। একজন খেলোয়াড়কে চুক্তি শেষ হওয়ার আগেই বেঁচে দেওয়ার পূর্ণ স্বাধীনতা রাখে একটি ক্লাব। কিন্তু চুক্তি শেষ হওয়ার পর যদি ওই খেলোয়াড়টি নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর না করে তাহলে সে হয়ে যায় ফ্রি এজেন্ট। ফ্রি তেই তাকে ভেড়াতে পারে যে কোনো ক্লাব। এই প্রথা সর্বপ্রথম প্রস্তাব করেন জাঁ মার্ক বসম্যান। সেই থেকে ফ্রি ট্রান্সফারের আরেক নাম বসম্যান সুইচ। চলুন দেখে আসা যাক ট্রান্সফারের ইতিহাসে কয়েকটি চমক জাগানিয়া ফ্রি সাইনিং।