ব্রাজিলের ফুটবল ইতিহাসের নিকষতম সময়টা চলছে। ১৯৭০ সালের তর্কযোগ্যভাবে ইতিহাসের সেরা সেই ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পর আর কোন বিশ্বকাপ আসেনি ব্রাজিলের ঘরে। চিরশত্রু আর্জেন্টিনার উত্থান হয় চোখের সামনে। ১৯৮৬ তে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার কাছেই ১৯৯০ সালে ছিটকে যায় ব্রাজিল সেই কুখ্যাত ‘হোলি ওয়াটার’ কেলেঙ্কারির ম্যাচে। একে ২০ বছর শিরোপা খরা আবার তার উপরে চিরশত্রুর হাতে বিদায়- ব্রাজিলিয়ান ফুটবল জগতে চলছিল অশান্তি। খেলার ধাঁচ বদলে যায়, ঘরোয়া লীগেও শুরু হয় পেশীশক্তির খেলা। সবমিলিয়ে ব্রাজিলিয়ান ফুটবল একদম খাঁদের কিনারায় এসে দাঁড়ায় ১৯৯৩ সালে সেই মারাকানা স্টেডিয়ামে। সেপ্টেম্বর ১৯, ১৯৯৩, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সফলতম ফুটবল জাতি। হয়তবা সেদিনই নির্ণয় হ