বিশ্বকাপের আজকের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা কেন মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে থাকবে? দুই দলের মুখোমুখি ১১টি লড়াইয়ে আর্জেন্টিনা জয়ী ৬ বার আর ফ্রান্স ৩ বার; বাকি ২টি ম্যাচ ড্র হয়েছিল। বিশ্বকাপের ইতিহাসেও আর্জেন্টিনা এগিয়ে। ২ বারের লড়াইয়ে একটি করে জয় আর ড্র, কোনো হার নেই। এতসব ইতিহাস জানার পর মনস্তাত্ত্বিকভাবে অন্তত কাউকে এগিয়ে রাখতে হলে, সেটা নিশ্চয়ই ফ্রান্স নয়। দলগত শক্তি কিংবা বর্তমান টুর্নামেন্টের পারফর্মেন্সের হিসেবে আর্জেন্টিনার তুলনায় ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখা গেলেও, আর্জেন্টিনার সমস্যা আসলে আর্জেন্টিনা নিজেই।