চ্যাম্পিয়নদের অভিশাপ
২০০৬ বিশ্বকাপ শুরুর আগে ইতালি কোনো ভাবেই ফেভারিটদের তালিকায় ছিলোনা। যদিও বিশ্ব মঞ্চে ইতালি বরাবরের মতই ভয়ঙ্কর। কিন্তু জুভেন্টাসের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিজনিত সমস্যায় তখন ইতালিয়ান ফুটবলও ছিলো টালমাটাল অবস্থায়। তবে সেই দলকে নিয়েই ইতালিকে চতুর্থবারের মত বিশ্বকাপ জেতান মার্সেলো লিপ্পি। জিনেদিন জিদানের ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উল্লাসে মাতেন ক্যানাভেরো, পিরলো, বুফনরা।