প্রতিবার বিশ্বকাপ শুরু হওয়ার পর পরই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন গোল্ডেন বুট দাবিদারদের পারফরম্যান্স। ব্যাতিক্রম নয় রাশিয়া বিশ্বকাপও। শুরু থেকে যাদের উপর স্পটলাইট ছিলো তাদের অনেকেই ব্যার্থ হয়েছেন, আবার অনেকে দেখিয়েছেন চমকও। মেসি, আগুয়েরো, মুলারদের পাশাপাশি নেইমারের মত তারকাদের গোলখরা ছিলো চোখে পড়ার মত। তেমনি গোলের বন্যা বইয়ে নিজেদের জাত চিনিয়েছেন লুকাকু, রোনালদো ও হ্যারি কেনরা।