বিশ্বকাপ ২০১৮- ব্রাজিল: সেভেন আপ, অন্ধকার দশা ও ক্রমউত্তরণের পথযাত্রা
এর চেয়ে বড় ধাক্কা মারাকানা ট্র্যাজেডিও ছিল না। সেই রাতের ধাক্কা কাটতে অনেক সময় লেগেছে, উল্টো জিজ্ঞাসা করা যায়, আদৌ পুরো কেটেছে কি? তাই ২০১৮ বিশ্বকাপ ব্রাজিলের কাছে কেবল নতুন একটা ট্রফি রেপ্লিকা ট্রফিকেসে রাখা নয়, ভূলুণ্ঠিত সন্মান ফিরে পাওয়ার লড়াই। আমরা লিখাটি দুই পর্বে ভাগ করে প্রথম পর্বে সাত গোল পরবর্তী ব্রাজিলের সবকিছু নিয়ে লিখব।