মাইকেল ফেলপস: জলমানব কিংবা জলদানব
২০০১ এর ফুকৌকা থেকে ২০১৬ এর রিও ডি জেনিরো। মাঝের ১৫ বছরে ফেলপসের শোকেসে জমা হয়েছিলো ৬৬ টি স্বর্ণ, ১৩ টি রৌপ্য আর ৩ টি ব্রোঞ্জ। অমরত্বের সার্টিফিকেট নেই। তা না হলে সেই শোকেসে সেটিও থাকতো। ফেলপসের কিংবদন্তী কিংবা অমর হওয়া নিয়ে কোনো প্রশ্ন তোলাই অবান্তর। কিন্তু একটি প্রশ্ন ফেলপস ঠিকই রেখে গিয়েছেন। যার উত্তর কারো জানা নেই? তিনি কি জলমানব নাকি জলদানব?