বাংলাদেশ দল উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি ম্যাচ জিতেছে, লঙ্কানদের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার ভাষায়, ‘শিওর শট’ হাতছাড়া করেছে বৃষ্টির বাগড়ায়। নিউজিল্যান্ডের বিপক্ষে একটুর জন্য জয় হাতছাড়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ওয়ানডে রান তুলেও ৪৮ রানের হার; সবকিছু মিলিয়ে একটু একটু করে সেমিফাইনালের স্বপ্ন মিলিয়ে যাচ্ছে বাংলাদেশের। আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের বিপক্ষে নিজেদের শেষ তিন ম্যাচে জিতলেও যে সেমিফাইনাল নিশ্চিত হবে; সেটিও বলা ভার।