ক্রিকেটে আশির দশকের পুরোটা জুড়ে ছিল উইন্ডিজের দাপট। সেই সময়ে অনুষ্ঠিত প্রথম দুই বিশ্বকাপেই চ্যাম্পিয়ন ছিল তারা, তৃতীয় আসরে হয়েছিলো রানার্স আপ। তবে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের মতো মহারথীদের অবসরের পর তাদের সেই গৌরবোজ্জ্বল অধ্যায় আস্তে আস্তে ম্লান হতে শুরু করে। যে দলটা প্রথম তিন আসরেই ফাইনাল খেলেছিলো সেই দলটা পরের আট আসরে সেমিফাইনাল খেলেছে মাত্র এক বার!