মুমিনুলের ব্যাটে বিশ্বসেরা বাংলাদেশ
আবির্ভাবেই ব্যাট হাতে প্রতিভার স্বরুপ তুলে ধরেছিলেন মুমিনুল। তার মাঝে পরিপূর্ণ ব্যাটসম্যানের ছায়া খুঁজেছিল বাংলাদেশ। হাথুরুসিংহে আসার পরই সীমিত ওভারের দুই ফরম্যাট (ওয়ানডে, টি-টোয়েন্টি) থেকে ছেঁটে ফেলেন এই বাঁহাতি ব্যাটসম্যানকে। তার অধীনে টেস্টেও বিবর্ণ হতে শুরু করে মুমিনলের ব্যাট। আত্মবিশ্বাস নেমে যায় তলানীতে।