যার কবজির মোচড়ে মোহাবিষ্ট হয়েছিলো বিশ্ব
যদি আপনি কেবলমাত্র পরিসংখ্যান দিয়ে সেই ব্যাটসম্যানটিকে বিচার করেন। তাঁকে সরাসরি খেলতে দেখেছে এমন মানুষদের জিজ্ঞেস করে দেখুন, দেখবেন ঠোঁটের কোণে তাচ্ছিল্যের এক হাসি ঝুলিয়ে বলে উঠবে- ‘আরে বোকার হদ্দ পরিসংখ্যানটার কী সামর্থ্য যে ওঁকে বোঝায়!’