স্টারলিংক তৈরি করতে যাচ্ছে এক অনন্য দুনিয়া। উন্নত বিশ্বের নাগরিক কিংবা তৃতীয় বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, ইন্টারনেট ব্যবহারে সকলের সুযোগ থাকবে সমান। ফাইভ জি গতিসীমায় এই ইন্টারনেটের স্পিড হবে সেকেন্ডে ১ গিগাবিট। ১২ হাজার স্টারলিংক স্যাটেলাইট প্রাথমিকভাবে পাঠানোর কথা থাকলেও, সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী এর সংখ্যা দাঁড়াবে ৪২ হাজারে! অথচ, মানব ইতিহাসে মহাশূন্যে পাঠানো যানের সংখ্যা সবমিলিয়ে মোটে ৯,০০০-এর মতো!