স্টারলিংক: সারা পৃথিবীর ইন্টারনেট

স্টারলিংক তৈরি করতে যাচ্ছে এক অনন্য দুনিয়া। উন্নত বিশ্বের নাগরিক কিংবা তৃতীয় বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, ইন্টারনেট ব্যবহারে সকলের সুযোগ থাকবে সমান। ফাইভ জি গতিসীমায় এই ইন্টারনেটের স্পিড হবে সেকেন্ডে ১ গিগাবিট। ১২ হাজার স্টারলিংক স্যাটেলাইট প্রাথমিকভাবে পাঠানোর কথা থাকলেও, সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী এর সংখ্যা দাঁড়াবে ৪২ হাজারে! অথচ, মানব ইতিহাসে মহাশূন্যে পাঠানো যানের সংখ্যা সবমিলিয়ে মোটে ৯,০০০-এর মতো!

Starlink is a satellite internet constellation being constructed by SpaceX providing satellite Internet access. The constellation will consist of thousands of mass-produced small satellites in low Earth orbit, which communicate with designated ground transceivers. 

Related Articles

Exit mobile version