বিশ্ববিখ্যাত ৫ রাঁধুনি রোবটের গল্প

দুপুরে অফিসের কাজ সেরে বাসায় ফিরছিলেন এক ভদ্রলোক। ফেরার পথে রাস্তায় হঠাৎ করেই তার চোখে পড়লো নতুন একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম দেখে একটু অবাক হলেন তিনি। ধীর পায়ে দরজার কাছে যেতেই তার নাকে ভেসে আসলো সুস্বাদু রামেন নুডুলসের গন্ধ। পেটটা মোচড় দিয়ে উঠলো তার। দেরি না করে রেস্টুরেন্টটিতে প্রবেশ করতেই তাজ্জব বনে গেলেন তিনি! ভিতরে নুডলস তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু কোনো মানুষ তা বানাচ্ছে না, বানাচ্ছে দুটি রোবট! বিস্ময় কাটতে না কাটতেই তিনি অর্ডার দিলেন এক বোল রামেনের। মনে তার সন্দেহ, কেমন হবে এই রোবটের বানানো রামেনের স্বাদ? দু’মিনিটের মধ্যেই নুডুলস এসে হাজির! মুখে দিতেই একেবারে হাঁ হয়ে গেলেন তিনি এবার! মানুষের তৈরি রামেন আর রোবটের তৈরি এ রামেনের মধ্যে স্বাদের কোনই পার্থক্য নেই যে!

সুস্বাদু রামেন বানাচ্ছে রোবট! Source: twincities.com

কী? উপরের লেখাটুকু পড়ে কি কোন গল্প মনে হচ্ছে? হ্যাঁ, এটা ছিলো রামেন নুডুলস তৈরি করা এক রোবটের গল্প। তবে গল্প হলেও এমন রোবট কিন্তু সত্যিই আছে। রোবট কথাটি শুনলেই আমাদের মনে ভেসে উঠে মানুষের মতো দেখতে বোকাসোকা যন্ত্রমানবদের চেহারা। তবে বাস্তবের রোবটরা কিন্তু অনেক বুদ্ধিমান। তারা আজকাল মানুষকে নানা কাজেই সাহায্য করে। বিভিন্ন কলকারখানায়, বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে, বিভিন্ন বিপদজনক কাজে। কিন্তু রান্নার মতো এত সুক্ষ্ম একটি কাজ কি রোবট দিয়ে করা সম্ভব? যেখানে সামান্য ভাত রাঁধতে গিয়েই আমরা কাদা বানিয়ে ফেলি সেখানে একটা রোবট কি পারবে রান্না করতে? আপনি হয়তো মনে মনে বলছেন, “না, পারবেই না!” কিন্তু আপনার ধারণা ভুল। বর্তমানে রোবটরা রান্নার দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। মানুষের সাথে তাল মিলিয়ে অনেক কিছুই রান্না করছে তারা! চলুন আজকে জেনে নেই এমনই কিছু রাঁধুনি রোবট সম্পর্কে।

১) কফি মেকার গর্ডন

সান ফ্রান্সিস্কোর মেট্রিয়ন শপিং সেন্টারের ছোট্ট এক ক্যাফে, নাম তার ‘ক্যাফে এক্স’। এখানেই কাজ করে গর্ডন নামের কফি মেকার রোবটটি। পুরো ক্যাফেটির কোথাও নেই কোনো ওয়েটার কিংবা কোনো বারটেন্ডার। কাঁচ দিয়ে ঘেরা অংশ। তার চারপাশে বসার চেয়ার। কাঁচে ঘেরা অংশটির ভিতরে কাজ করে এই কফির জাদুকর রোবটটি

নির্দিষ্ট প্যানেলে অর্ডার দিলেই গর্ডন বানিয়ে দেবে কফি; Source: tctechcrunch2011.com

নির্দিষ্ট প্যানেলে কিংবা ফোনে ইন্সটল করা অ্যাপের মাধ্যমে অর্ডার দিন কফি। এসপ্রেসো চান নাকি ল্যাটে? তিন ধরনের কফি বিন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। সিলেক্ট করুন কেমন মিষ্টি খাবেন, বেশি নাকি হালকা? এবার নির্ধারিত কফির দাম পরিশোধ করুন। ব্যাস, ২০ সেকেন্ডের মধ্যে গর্ডন আপনাকে বানিয়ে দেবে গরম ধোঁয়া উঠা কফি!

‘ক্যাফে এক্স’ এর এই মগেই কফি পরিবেশন করে গর্ডন; Source: timeincapp.com

প্রথম কফিমেকার রোবট চালু করা এই ‘ক্যাফে এক্স’ -এর চিফ এক্সিকিউটিভ হেনরী হু বলেন, “কফি আমার অনেক প্রিয়। কিন্তু এক মগ কফির জন্য প্রায়ই আমাকে অনেকক্ষণ ধরে ক্যাফেতে বসে থাকতে হতো। কিন্তু এখন আর কফির আশায় আমাকে বসে থাকতে হয় না। অর্ডারের কয়েক মিনিটের মধ্যেই কফি বানিয়ে দেয় গর্ডন।” কফিমেকার এই রোবট খুব কম সময়ে আপনার পছন্দের কফি বানিয়ে দিতে পারে। শুধু তা-ই নয়, একসাথে অনেক কাপ কফি বানাতে পারে গর্ডন।

২) সালাদের জাদুকর স্যালি

বিখ্যাত সিলিকন ভ্যালির নতুন তারকা রাঁধুনির নাম স্যালি। আর স্যালির বিশেষত্ব হচ্ছে সে শুধু সালাদ বানায়। তবে এই স্যালি কোনো মানুষ নয়, বরং একটি রোবট। হ্যাঁ, স্যালি হচ্ছে ‘চৌবটিক্স’ কোম্পানির তৈরি বাদামী সবুজ রঙের বাক্স আকৃতির একটি রোবট।

নির্মাতাদের সাথে সালাদের জাদুকর রোবট স্যালি; Source: makezine.com

স্যালির কাজ সালাদ বানানো। স্যালির মধ্যে থাকে নানা সবজি ও ফলমূল সহ ২১টি সালাদ তৈরির উপাদান। মাত্র ৬০ সেকেন্ডের মধ্যেই স্যালি এই ২১টি উপাদান থেকে বেছে আপনার পছন্দের সালাদটি তৈরি করে দিতে পারে। মোট এক হাজার রকমের সালাদ তৈরি করতে পারে স্যালি। প্রতিটি উপাদান একেবারে সঠিক পরিমাণে দিয়ে সবচেয়ে পারফেক্ট সালাদটি আপনাকে তৈরি করে দেবে সে। শুধু তা-ই নয়, সালাদে মোট কত ক্যালোরি আছে তা-ও আপনাকে জানিয়ে দিবে এই রোবটটি।

নিজের তৈরিকৃত এই সালাদের মোট ক্যালরির পরিমাণ বলে দিতে পারে স্যালি; Source: makezine.com

অতি দ্রুততার সাথে সালাদ তৈরি করতে সক্ষম এই রোবটি বাঁচিয়ে দেবে অনেক প্রয়োজনীয় সময়। তবে এখনো এই রোবটিকে চালাতে একজন মানুষ প্রয়োজন, যিনি সালাদের উপাদানগুলো কুঁচি করে রোবটের মধ্যে রাখবেন। তবে ভবিষ্যতে রোবটটি নিজেই এ কাজ করতে পারবে বলে জানিয়েছেন এর নির্মাতারা।

৩) রামেন শেফ দুই বোন

শুরুতে যে নুডুলস তৈরিকারী রোবটের কথা বলা হয়েছিলো তাকে মনে আছে কি? হ্যাঁ, এখন আমরা গল্পের সেই রোবট দুটির কথাই জানবো। চীনের সাংহাইয়ের ‘টোকিও রোবট রামেন’ রেস্টুরেন্ট। এখানে কাজ করে দুই রোবট, নাম তাদের ‘কোয়া’ আর ‘কোনা’। এই দুই রোবট মাত্র ৯০ সেকেন্ডেই তৈরি করতে পারে ঐতিহ্যবাহী রামেন নুডুলস!

রামেন তৈরিকারী সেই দুই রোবট; Source: youtube.com

এই রোবটেরা অবশ্য রামেন তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি একা একা করতে পারে না। রামেনের নুডুলসগুলো তৈরি করার প্রক্রিয়াটি এখনো রপ্ত করতে পারেনি এই দুই বোন। তবে এরা দুজন পানি ফুটানো, নুডুলস সিদ্ধ করা, রামেনের বিভিন্ন উপাদান, যেমন সিদ্ধ ডিম, মাংস, সবজি ইত্যাদি পরিমাণ মতো রামেনে যোগ করা, স্যুপ তৈরি করা প্রভৃতি সব কাজই করতে পারে। রামেন তৈরি করা ছাড়াও এরা রান্নাবান্নার শেষে নিজেরাই নিজেদের পরিষ্কার করতে পারে।

দুই রোবটের তৈরি রামেন; Source: munchies-images.vice.com

রামেন বানাতে দক্ষ এই দুই রোবটের দাম ১,৫৪,০০০ ডলার। রোবট দুটির দাম কিছুটা চড়া হলেও এরা যত দ্রুত কাজ করতে পারে তাতে খুব সহজেই এদের দিয়ে নুডুলস বানিয়ে ভালোই লাভ করতে পারবেন এমনটাই আশা করছেন এই রামেন রেস্টুরেন্টের মালিক লিউ জিন।

৪) পিজ্জা বানানোর ওস্তাদ রোবটেরা

২০১৬ সালে সিলিকন ভ্যালির জুমি পিজ্জা রেস্টুরেন্ট তাদের রেস্টুরেন্টে পিজ্জা বানানোর জন্য যুক্ত করে কয়েকটি রোবট। রোবটগুলো পিজ্জা বানানোর মতো কঠিন কাজ খুব সহজেই করে ফেলতে পারে অতি দ্রুততার সাথে।

পিজ্জা তৈরি করছে রোবট; Source: qz.com

পিজ্জার খামির বানানো, খামির বেলে রুটির আকার করা, উপরে সস ও অন্যান্য উপাদান দেওয়া এবং সবশেষে ৮০০ ডিগ্রির একটি ওভেনে পিজ্জা প্রবেশ করানো- সবই করে জুমি পিজ্জার রোবটগুলো।

তৈরি হয়ে গেছে সুস্বাদু পিজ্জা; Source: coolmatrial.com

মোট তিন ধরনের পিজ্জা তৈরি করতে পারে এখানকার রোবটেরা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, রোবট দিয়ে পরিচালিত এই পিজ্জা কোম্পানিটি সম্প্রতি ৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে, যার মাধ্যমে ২০১৮ সালের মধ্যে এই কোম্পানির পিজ্জার ব্যবসা আরো বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে।

৫) বার্গার এক্সপার্ট রোবট

বার্গার বানানোর পদ্ধতি এমনিতে সহজ মনে হলেও একসাথে অনেক বার্গার বানাতে গেলে যে কেউ হিমশিম খেয়ে যাবে। তবে সম্প্রতি মোমেন্টাম মেশিন্স তৈরি করেছে চমৎকার এক রোবট। বার্গার তৈরি করা যার কাছে কিছুই না! এক ঘন্টায় ৪০০টি বার্গার বানাতে পারে এই রোবট।

রোবটের বানানো বার্গার; Source: businessinsider.com

বার্গার বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াটিই নিজে নিজে করতে পারে রোবটটি। বার্গারের বান রুটি কাটা, প্যাটি গ্রিল করা, মায়োনেজ মাখানো, একটার পর একটা উপাদান সাজিয়ে বার্গার তৈরি করা সব কিছুই এটি নিজে নিজেই করতে পারে। প্রয়োজনীয় উপাদানগুলোর সাহায্যে ঘন্টায় ৪০০টি বার্গার বানানোর ফলে বেঁচে যাবে অনেক সময়। রোবটটি এখনও কোনো রেস্টুরেন্টে ব্যবহার করা না হলেও খুব শীঘ্রই সান ফ্রান্সিস্কোতে  চালু হতে যাচ্ছে এই রোবট নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট।

ফিচার ইমেজ: youtube.com

Related Articles

Exit mobile version