ক্রিপ্টোকারেন্সির লেনদেন অপরাধ নয় বলে মন্তব্য করে সম্প্রতি সিআইডিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কী এই ক্রিপ্টোকারেন্সি? এমন এক মুদ্রার স্বপ্ন কিন্তু মানুষ বহুকাল দেখেছে। যা কিনা ক্যাশ টাকার মতো খরচ করা যাবে, কিন্তু লেনদেনের কোনো চিহ্ন থাকবে না। এই মুদ্রা হাতে থাকলেই বিশ্বজুড়ে ইন্টারনেটের মাধ্যমেই করা যাবে আদান-প্রদান। তবে একটি বড় সমস্যা হলো এই মুদ্রার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে, যাকে বিজ্ঞানীরা বলেন বাইজেন্টাইন জেনারেল সমস্যা। কী এই সমস্যা? কীভাবে সমাধান করা যায় এর? ব্লকচেইনই বা কী?