দেশটির নানা ঐতিহাসিক স্থাপত্য, চোখজুড়ানো সব সমুদ্রসৈকত, পটে আঁকা ছবির মতো সুন্দর পাহাড়সারি আর অবশ্যই লেবানিজ ক্রুইজিনের সুস্বাদু সব খাবারের বদৌলতে মধ্যপ্রাচ্য তো বটেই, সারা পৃথিবীর মানুষের কাছেই লেবানন একটি লোভনীয় গন্তব্য। নানা সময়ে বিভিন্ন সভ্যতার সংস্পর্শে এসে লেবানন সমৃদ্ধ হয়েছে ইতিহাস, ভাষা ও সংস্কৃতিতে। ক্যানানাইট, ফিনিশীয়, আরব ও ফরাসী সভ্যতার সেইসব নিদর্শন আজও দেখা যায় লেবাননের মাটিতে।