উজবেকিস্তানের দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ এই শহরটি রোম ও ব্যবিলনের সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত। ২৭৫০ বছরের পুরনো সমরকন্দ প্রত্যক্ষ করেছে ইতিহাসের নানা পট পরিবর্তন। সাক্ষী হয়েছে আলেকজান্ডার দ্য গ্রেট, চেঙ্গিস খান, তৈমুর লংয়ের মতো বিশ্ববিজেতাদের উত্থান-পতনেরsamarkandtheromeoftheeastandthepearloftheislamicempire