৩৬০ আউলিয়ার দেশে ঘোরাঘুরি
যারা পাহাড়-ঝর্ণা, খাল-বিল ঘুরতে ভালোবাসেন তাঁরা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির পর যে নামটি বলে থাকেন সেটি, সিলেট। পার্বত্য জেলা তিনটি থেকে সিলেট যেদিক থেকে আলাদা তা হলো, এখানে রয়েছে প্রচুর খাল-বিল ও হাওড়-বাওড়। সিলেটের যে জিনিসটি দেশের অন্য যে কোনো জেলার সাথে তুলনা করার মত নয় সেটি হচ্ছে এখানকার চা বাগান। এক সময়ে আসামের সাথে যুক্ত সিলেট বাংলাদেশের হয়ে গেলেও এখানকার চা বাগানগুলো কিন্তু হারিয়ে যায়নি। আর সিলেট শহরটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ঐতিহাসিক স্থাপনা।