ভারতের ডায়েরি: উত্তরখণ্ডের পথে পথে (পর্ব: ১)
বলতে বলতেই গাড়ি আচমকা বাঁক নিয়ে পাহাড়ের খোলা এক দিকে চলে এল, আমরা খিদে ভুলে সামনের দিকে মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে রইলাম। আমরা রয়েছি একটা উঁচু পাহাড়ে, তার দ্বিগুণ উঁচু একটা পাহাড় সামনে। সমস্ত পাহাড়ের গায়ে মরিচবাতির মতন আলো জ্বলছে, তার উপর শামিয়ানার মতন আকাশে হাজার-কোটি তারা।