Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

‘কেরালার কাশ্মীর’ খ্যাত সবুজে ঘেরা শহর মুন্নার

এই শহরের আবহাওয়াও বেশ বৈচিত্রময়। ভোরে তীব্র ঠান্ডা, তো দুপুরে কখনও মেঘ, কখনও রোদ। বিকেলে আবার হঠাৎই বৃষ্টি। আর বৃষ্টি থামতেই মেঘের আড়াল থেকে উঁকি দেয় চাঁদের মায়াবী আলো। স্থানীয়দের মতে, বর্ষাকালে মুন্নার প্রকৃতি সবচেয়ে সুন্দর। আর হবেই না বা কেন বর্ষাকালে পাহাড়চুড়ো মেঘের চাদরে মুখ লুকিয়ে যখন বসে থাকে, মনে হয় কোনও স্বপ্নরাজ্যে পৌঁছে গেছেন। দর্শনীয় সব জলপ্রপাত, নিরকুরিঞ্জি ফুলের শোভা, সুউচ্চ পর্বতমালা , পাশ বয়ে চলা প্রাকৃতিক ও কৃত্রিমভাবে গড়ে ওঠা লেকের প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যেতে হয়। চলুন তাহলে বেরিয়ে পড় মুন্নার শহর থেকে।

article

বুয়েন্স আয়ার্স: প্রাণচাঞ্চল্যে ভরা এক শহর

দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি আর বোকা জুনিয়র্সের জন্য ফুটবলের শহর বলে পরিচিত বুয়েনস আয়ার্স দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর ও আর্জেন্টিনার রাজধানী। শহরটি আর্জেন্টিনার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। শহরের মানুষের উচ্ছ্বলতার মাঝে পর্যটকরা এতোটাই মশগুল থাকেন যে এখানকার দর্শনীয় স্থানগুলো দেখার কথা অনেকেরই মনেই থাকে না।

article

ভুটান: সৌন্দর্য কিংবা শান্তির উপাখ্যান

অফুরন্ত ধৈর্য দেখিয়ে যারা গাড়ি থামিয়ে রাখবে আপনি জেব্রা ক্রসিং পার হওয়ার আগ পর্যন্ত, যত সময়ই লাগুক না কেন, বিরক্তিতে ছোট্ট একটা হর্ন পর্যন্ত দেবে না। আপনি ফুটপাত জুড়ে দাঁড়িয়ে থাকলে সম্মান জানিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আপনার সামনে, তবু মুখ ফুটে সরতে বলবে না- পাছে আপনি কষ্ট পান! যাদের সারাটা জীবন জুড়ে চাওয়া-পাওয়া শুধু একটাই- শান্তি, বিশুদ্ধ শান্তি।

article

পর্যটন শিল্পের কারণে ধ্বংস হচ্ছে যেসব শহর

পর্যটন শিল্পের কারণে পৃথিবীর বেশ কয়েকটি উল্লেখযোগ্য শহরের উপরই পড়ছে নিদারুণ প্রভাব। প্রতিবছর ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি পর্যটক এসে ভিড় জমানোর ফলে ধ্বংস হতে বসেছে সেসব শহরের প্রাকৃতিক পরিবেশ, ব্যাহত হচ্ছে স্থানীয় মানুষদের দৈনন্দিন জীবনযাত্রাও।

article

বাংলাদেশের প্রশস্ততম ঝর্ণা তিনাপ সাইতারের পথে

নিজের বিশালতার পরিচয় দিয়ে বিশাল গর্জন দিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে তিনাপ। দূর থেকে এক পলকে তাকিয়ে রইলাম তার দিকে। আমি পাইলাম, ইহাকে পাইলাম!

article

ভ্যালি অব ডলস: জাপানের এক রহস্যময় পুতুল গ্রাম 

গ্রামটি ঘুরতে গেলে দেখতে পাবেন গ্রামের পুতুলরূপী মানুষেরা ব্যস্ত তাদের দৈনন্দিন কাজকর্মে। যেমন, টুপি মাথায় কোনো নির্মাণ শ্রমিক রাস্তা মেরামতে ব্যস্ত, নদীর ধারে ছায়া-নিবিড় গাছের তলায় বসে নববিবাহিত দম্পতি পাশাপাশি বসে প্রকৃতির শোভা উপভোগরত, গ্রামের বাজারে কেউ কেউ তরিতরকারি নিয়ে বসে আছে খদ্দেরের আশায়, কয়েকজন বয়স্ক মানুষ বাগান পরিচর্যা শেষে ক্ষণিকের বিশ্রামের জন্য চেয়ার পেতে বসে আছেন।

article

ইতিহাস ও ঐতিহ্যের এক বহুমাত্রিক সৌন্দর্যের দেশ স্কটল্যান্ড

অসাধারণ ল্যান্ডস্কেপ, সুন্দর স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন স্কটল্যান্ডকে ইউরোপের অন্য দেশগুলো থেকে আলাদা করে রেখেছে। প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যেপূর্ণ দেশটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে এডিনবরা, গ্লাসগো, লক নেস, ইভারনেস, বেন নেভিস, গ্লেনকো, আবেরডিন ও স্কটিশ হাইল্যান্ডস অন্যতম। স্কটল্যান্ডের প্রতিটি জায়গারই এই অদ্ভুত বৈচিত্র্যতা রয়েছে কিন্তু সমস্ত বৈচিত্রই যেন কোনও এক অদৃশ্য সূত্রে গাঁথা।

article

প্রকৃতির চিত্রপটে আঁকা আন্দেজ কন্যা ইকুয়েডর

বাহারি আবহাওয়া বা প্রকৃতির অপরূপ সুষমা ছাড়াও ইকুয়েডরের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। আন্দেজের বাঁকে বাঁকে নানান আদিবাসীদের নিস্তরঙ্গ জীবনে কিংবা শহরের কোলাহলমুখর আয়োজনে সযত্নে লালিত হয় সেইসব ঐতিহ্য।

article

সুপিরিয়র হ্রদ আর তার চারপাশের নৈসর্গিক প্রকৃতি

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এর সৃষ্টি। তিনশোর বেশি ঝর্ণা ও নদীর পানি এসে মিশেছে এই হ্রদে। এই হ্রদের চারপাশে বৈচিত্র্যময় প্রাণিজগৎ প্রকৃতির এক অনবদ্য অবদান। এখানে আশিরও বেশি প্রজাতির জলজ প্রাণী এবং একশোর বেশি পরিযায়ী পাখির দেখা মেলে।

article

End of Articles

No More Articles to Load