এই শহরের আবহাওয়াও বেশ বৈচিত্রময়। ভোরে তীব্র ঠান্ডা, তো দুপুরে কখনও মেঘ, কখনও রোদ। বিকেলে আবার হঠাৎই বৃষ্টি। আর বৃষ্টি থামতেই মেঘের আড়াল থেকে উঁকি দেয় চাঁদের মায়াবী আলো। স্থানীয়দের মতে, বর্ষাকালে মুন্নার প্রকৃতি সবচেয়ে সুন্দর। আর হবেই না বা কেন বর্ষাকালে পাহাড়চুড়ো মেঘের চাদরে মুখ লুকিয়ে যখন বসে থাকে, মনে হয় কোনও স্বপ্নরাজ্যে পৌঁছে গেছেন। দর্শনীয় সব জলপ্রপাত, নিরকুরিঞ্জি ফুলের শোভা, সুউচ্চ পর্বতমালা , পাশ বয়ে চলা প্রাকৃতিক ও কৃত্রিমভাবে গড়ে ওঠা লেকের প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যেতে হয়। চলুন তাহলে বেরিয়ে পড় মুন্নার শহর থেকে।