নিউ ইয়র্ক টাইমসের দৃষ্টিতে ২০১৮ সালে সাংবাদিকদের তোলা সেরা ছবিগুলো

২০১৮ সাল জুড়ে সাংবাদিকদের তোলা হাজারো ছবির মাঝে বিষয় এবং তাৎপর্য বিবেচনায় কিছু ছবি বাছাই করেছে নিউ ইয়র্ক টাইমস। ১২ মাসের মোট ৪৭টি ছবি নিয়ে সাজানো হয়েছে এই ফটোব্লগটি।

জানুয়ারি

photographer: Sergey Ponomarev, new york times

হাভা বেইতারমুরজায়েভা, রাশিয়ার গ্রজনির একজন নাগরিক। ২০১৫ সালে অনলাইনে পরিচিত হওয়া আইএসের (ইসলামিক স্টেট) এক যোদ্ধাকে বিয়ে করতে সিরিয়ায় পাড়ি জমান। সন্তানকে নিয়ে গত বছর জানুয়ারি মাসে আশ্রয় পেয়েছিলেন সিরিয়ার শরণার্থী ক্যাম্পে। সেখান থেকে রাশিয়ান সৈন্যরা তাকে দেশে ফেরত পাঠান। 

Photographer: Meridith Kohut, New York Times

চিলির পাতাগোনিয়া ন্যাশলান পার্কে বিরল প্রজাতির প্রাণী গুয়ানাকোর পাল। দেশটির একটি পরিবেশ সংরক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় পার্কটি এই প্রাণীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। 

Photographer: David Gray, Reuters

অস্ট্রেলিয়ান ওপেনে জাপানি টেনিস খেলোয়াড় নওমি ওসাকা। ছবিটি তার চুলের স্বর্ণালী আভার জন্য বিখ্যাত হয়।

ফেব্রুয়ারি

Photographer: Ivor Prickett, New York Times

ইরাকের মসুল শহরের ধ্বংসস্তুপের চিত্র। দীর্ঘকাল যুদ্ধের পর অবশেষে গত বছর ফেব্রুয়ারি মাসে এ শহর থেকে পিছু হঠে জঙ্গী সংগঠন আইএস। স্থানীয় মানুষজন কিছু বেওয়ারিশ লাশ সরিয়ে নিচ্ছেন।

Photographer: Joe Raedlr, Getty Images

যুক্তরাষ্ট্রের পার্কল্যান্ডে ‘মেজরিটি স্টোনসম্যান হাই স্কুল’এ ১৯ বছর বয়সী অস্ত্রধারী এক ব্যক্তি আচমকা ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। এ ঘটনায় ১৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়। হামলার পর স্কুল প্রাঙ্গণ থেকে চলে যাচ্ছেন শিক্ষার্থীরা। 

Photographer: Joao Silva, The New York Times

ছবিটি কেনিয়ার কাকুমা অঞ্চল থেকে তোলা। জলবায়ু পরিবর্তনের শিকার এ অঞ্চলের মানুষগুলো দীর্ঘ খরায় পানির সমস্যায় ভুগছেন। ছবিতে দেখা যাচ্ছে, এক নারী ‘ওয়াটার পয়েন্টে’ (যে নির্দিষ্ট স্থানে এসে পানি দিয়ে যায় ত্রাণ সংস্থাগুলো) দাঁড়িয়ে আছেন পানির প্রতীক্ষায়। 

Photographer: Doug Mills, New York Times

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২০১৮ অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ইউক্রেনের স্কিয়ার ওলেকসান্ডার আব্রামেনকো। সমগ্র অলিম্পিকে তার এই বাতাসে ভেসে থাকা ছবিটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। 

Photographer: Mauricio Lima, New York Times

সিরিয়ার কোবানি শহরে গৃহযুদ্ধে মৃত এক যোদ্ধার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করতে জড়ো হয়েছেন স্থানীয় মানুষজন। 

মার্চ

Photographer: Adam Ferguson, New York Times

২০১৪ সালে নাইজেরিয়ার একটি স্কুল থেকে দু’শোর অধিক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিসংগঠন বোকো হারাম। গতবছর তাদের একাংশ ফিরে আসতে সক্ষম হয় নিজ নিজ পরিবারের কাছে। রাহাব ইব্রাহিম তাদেরই একজন। 

Photographer: Al Drago, New York Times

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার চেয়ারম্যান পল মেনাফোর্ট। কর ফাঁকির মামলায় আটকে যাবার পর এক ব্যক্তি ‘বিশ্বাসঘাতক’ লেখা প্ল্যাকার্ড নিয়ে তার সামনে তুলে ধরেন। 

Photographer: Andrew Testa, New York Times

ইংল্যান্ডের রেডহিলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শত শত টেলিফোন বুথ। এগুলো একসময় ইংল্যান্ডের রাস্তাগুলোর প্রধান ছবি ছিল। মোবাইল ফোনের বিকাশের সাথে সাথে এদের জায়গা হয়েছে পরিত্যক্ত আবর্জনার সাথে। 

Photographer: Tara Todras-Whitehill, New York Times

ঋতুচক্রের সময় মেয়েদেরকে ‘চৌপদি’ নামক এক বিশেষ ধরনের কুটিরে আলাদা করে থাকতে দেয়া হয়। ছবিতে দেখা যাচ্ছে কুসুম থাপা নামক এক মেয়ে চৌপদিতে বশে পড়ালেখা করছে। 

এপ্রিল

Photographer: ark Peterson, Redux

যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল সোশ্যালিস্ট মুভমেন্ট’ নামক একটি নিও-নাৎসি সংগঠন বিশাল স্বস্তিকাচিহ্ন প্রজ্জ্বলন করে নিজেদের শক্তি জানান দিচ্ছে। 

Photographer: abriella Demczuk, New York Times

ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে বানানো মার্ক জাকারবার্গের শতাধিক কাঠবোর্ডের প্রতীকি ছবি। 

মে

Photographer: Todd Heisler, The New York Times

যৌন নিপীড়নের অভিযোগে সিনেমা জগতের মোঘল হার্ভে উইনস্টাইনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। 

Photographer: Diego Ibarra Sanchez, New York Times

লেবাননে হিজবুল্লাহর সমর্থকদের সমাবেশকালে পেছনে বজ্রপাত চলছিল, যা ক্যামেরাবন্দী করেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক। 

Photographer: Diego Ibarra Sanchez, New York Times

উইন্ডসোর ক্যাসেলে প্রিন্স হ্যারির বধু মেগান মার্কেল। 

Photographer: Damon Winter, The New York Times

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত ‘আর্লিংটন ন্যাশনাল সেমেটারি’র শূন্যস্থান প্রায় শেষ হয়ে এসেছে। এই সমাধিক্ষেত্রে ইতোমধ্যে শায়িত হয়েছেন ৪ লক্ষ ২০ হাজারের অধিক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্য। 

Photographer: Ibraheem Abu Mustafa, Reuters

ইজরায়েলে অবস্থিত আমেরিকান দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভকারীদের উপর হামলা চালায় ইসরায়েলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজায় সেদিন ৫৮ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেন। 

Photographer: Bruce Omori, Shutterstock

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপুঞ্জের কিলাওয়ি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ছবিটি দেখতে চমৎকার হলেও ঘটনাটি ছিল ভয়ংকর। এই অগ্ন্যুৎপাতে ৭ শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়। 

জুন

Photographer: John Moore, Getty Images

ট্রাম্পের যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ সংক্রান্ত উদ্যোগে বেড়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা। অনেক সময়ই সাধারণ মানুষজন হয়রানির শিকার হন। ছবিটিতে দেখা যাচ্ছে, যখন এক মেক্সিকান নারীর তল্লাশি চালানো হচ্ছে, তখন তার ছোট্ট মেয়েটি কাঁদছে। 

Photographer: Jesco Denzel, via Associated Press

কানাডার কিউবেকে অনুষ্ঠিত জি-৭ সামিটে মিলিত হন বিশ্বনেতারা। সেখানে ট্রাম্পকে ঘিরে যখন সবাই দাঁড়িয়ে আছেন, ট্রাম্পের দিকে ঝুঁকে কিছু একটা বলছিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। 

Photography: Tasneem Alsultan, New York Times

সৌদি আরবের রিয়াদে গাড়ি চালিয়ে রাতের খাবার কিনতে যাচ্ছিলেন এক নারী। ভাবছেন এ আর নতুন কী, সেখানে তো নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা উঠেই গেছে? ছবিটির বিশেষত্ব হলো, এটি আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কয়েক ঘণ্টা আগে তোলা! 

Photographer: Todd Heisler, The New York Times

ইমিগ্রেশন ও কাস্টমসের জেল থেকে মুক্তি পেয়ে শতাধিক মানুষ মাথা গোঁজার ঠাই খুঁজছেন। ছবিটি ফ্লোরিডার। 

Photographer: Doug Mills, The New York Times

সিঙ্গাপুরের স্যান্তোসা দ্বীপে ট্রাম্প-কিম বৈঠক। 

জুলাই

Photographer: Josh Haner, New York Times

আইসল্যান্ডে শিকারীদের হত্যা করা হাজারো সামুদ্রিক পাখি পাফিন জব্দ করে পুলিশ। সমুদ্রে মাছ কমে যাওয়া, প্লাস্টিক দূষণ এবং পর্যটকদের ভিড়ের কারণে এমনিতেই এই পাখিটি বিলুপ্তির পথে আছে। 

Photographer: Michelle Gustafson, New York Times

ভাস্কর সিমিওনে লেই কাজ করছেন তার একটি ১৬ ফুট লম্বা ভাস্কর্য নিয়ে। এটি তিনি তৈরি করেছিলেন বর্ণবাদের বিরুদ্ধে প্রতীক হিসেবে। 

Photographer: Anton Vaganov/Reuters

একজন ব্যালেরিনা তার নাচের ফাঁকে সাজঘরে এসে দরজা থেকে উঁকি মেরে দেখছেন বিশ্বকাপ ২০১৮’র রাশিয়া বনাম ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচটি।

আগস্ট

Photographer: Andrea DiCenzo, The New York Times

বিষণ্ণ মনে বসে আছে দুই বোন। মসুলে বিদ্রোহীদের সাথে যুদ্ধে মারা গেছেন তাদের বাবা, ইরাকি সেনাবাহিনীর একজন সদস্য। 

Photographer: Tomas Munita, New York Times

সেনেগালের কাওলাক গ্রামে একটি বিশাল বাওবাব গাছের উপর খেলছে কয়েকটি শিশু। প্রাকৃতিকভাবে আফ্রিকায় বাওবাব গাছ জন্মে থাকে। কিন্তু সাম্প্রতিককালে গাছগুলো মরে যাচ্ছে এবং মৃত্যুর হার আশংকাজনক। বিজ্ঞানীদের ধারণা, জলবায়ুর পরিবর্তনই এর কারণ। 

Photographer: Alexey Yurenev, New York Times

সেমন ক্র্যাশিলচিকভ (মাঝে) তার শততম জন্মদিন পালন করছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির হয়ে যুদ্ধ করেছেন।

সেপ্টেম্বর

Photographer: Noah Berger, Associated Press

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ে স্মরণকালের ভয়াবহতম দাবানল, যা নেভাতে কাজ করেন হাজারো দমকল কর্মী। 

Photographer: Chang W. Lee, New York Times

ইউএস ওপেনে আম্পায়ারের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় করেন সেরেনা উইলিয়ামস।

Photographer: Bryan Denton, New York Times

ভারতের মহারাষ্ট্রে অভয়ারণ্যের বাইরে চলে আসা বাঘের আক্রমণে নিহত হন ১৩ জন মানুষ। এরপরই শুরু হয় অভয়ারণ্যের বাইরে পুরো অঞ্চলে বাঘের খোঁজ। 

অক্টোবর

Photographer: Chang W. Lee, The New York Times

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন মাইকেলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় কয়েকটি শহর। 

Photographer: Lynsey Addario, New York Times

টেক্সাসে সীমান্তরক্ষীর ধাওয়ায় প্রাণপণে ছুটছেন এক মেক্সিকান।

Photographer: Tyler Hicks, New York Times

ইয়েমেনে সৌদি জোটের হামলায় গুরুতর আহত এক হুথি যোদ্ধাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। 

Photographer: Doug Mills, The New York Times

আফ্রিকা ভ্রমণে মেলানিয়া ট্রাম্প।

Photographer: Josh Haner, New York Times

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ‘গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিং’ যা আলোকরশ্মি বিকিরণ করে এবং উপর থেকে রঙিন দেখায়। 

Photographer: Adam Dean, New York Times

ইন্দোনেশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত একটি মসজিদ। এই সুনামিতে প্রাণ হারান ২ হাজারের অধিক মানুষ। 

নভেম্বর

Photographer: Eric Thayer, New York Times

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ঘটে যায় ভয়াবহ দাবানল।

Photographer: Marc Lester, Associated Press

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু রাস্তা, সৃষ্টি হয় গভীর ফাটল।

Photographer: Bulent Kilic, Getty Images

তুরস্কের ইস্তাম্বুলের একটি মসজিদে সৌদি দূতাবাসে প্রাণ হারানো সৌদি সাংবাদিক জামাল খাশোগির গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়। 

ডিসেম্বর

Photographer: Mauricio Lima, New York Times

স্যান ডিয়েগো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চেয়েছিলেন এক মেক্সিকান শরণার্থী। কিন্তু সীমান্তরক্ষীরা চলে আসায় নিজেকে আড়াল করবার চেষ্টা করছেন। 

Photographer: Tom Brenner, New York Times

যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশের শেষকৃত্যানুষ্ঠান।

Photographer: Nicolas Tucat, Getty Images

ইয়েলো ভেস্ট আন্দোলনে বিক্ষুব্ধ জনতা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

This article is written in Bangla language. It's a photoblog with the best photos of 2018, selected by Newyork Times.

Source: All pictures are taken from The New York Times.

Featured Image: nytimes.com (The photo shows a Yemin child named Amal hossen, who died from malnutrition at the age of 7)

Related Articles

Exit mobile version