Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

একজন প্রকৃত বন্ধুর যেসব গুণাবলী অবশ্যই থাকা উচিত

“বন্ধুত্বের হয় না পদবী
বন্ধু তুমি কেঁদো না
বন্ধু সবুজ চিরদিন
বন্ধুত্বের বয়স বাড়ে না।

হয়তো তোমার বারান্দায়
থাকবেনা আমার জামা
তবুও মনের জানালায় অবাধ আনাগোনা
বন্ধু তোমার আমি তাই, অন্য দাবি রেখো না”।।

অঞ্জন দত্তের এই গান আমাদের শোনায় বন্ধুত্বের চিরচেনা এক আবহমান প্রতিচ্ছবি। জন্মের পর থেকে মানুষ সম্পর্কের মায়াজালে জড়িয়ে পড়ে। পরিচিত মুখগুলো নিয়েই গড়ে ওঠে তাদের পৃথিবী। কিন্তু বন্ধুরা থাকে সব বাঁধনের ঊর্ধ্বে। বন্ধুত্বের কোনো সীমানা নেই, নেই কোনো জাতিভেদ। কী করে ভালো বন্ধু হয়ে ওঠা যায় সেটা কেউ কি বলতে পারে, কিংবা কেউ কি কোনো চেনা ছকে তাকে জুড়ে দিতে পারে? না, তা কখনই সম্ভব নয় বন্ধুত্বের বেলায়।

বন্ধুত্ব মানে একই সময়ে দুজন বন্ধুর নিরন্তর পথ চলা

সঠিক বন্ধু পেলে সেটা মন থেকে বুঝে নিতে হয়। কোনো সৌজন্যবোধের জড়তা তাকে আটকে রাখতে পারে না। যদিও বন্ধুত্বের ক্ষেত্রে কোনো নিয়ম হয় না, সবটাই অনিয়ম, কিন্তু অনিয়মেও তো কিছু নিয়ম মানতে হয়। তা না হলে কি ভালো বন্ধু হওয়া যায়! বন্ধুত্ব টিকিয়ে রাখার একগুচ্ছ টোটকাই আজ জানাচ্ছি আপনাদের।

প্রতি মুহূর্তের স্বতঃস্ফুর্ততাই বন্ধুত্ব

দু’জন বন্ধুকে সবসময় পাশাপাশি বসিয়ে বন্ধুত্ব করতে হবে বলে বন্ধুত্ব করা যায় না। প্রেমের মতোই বন্ধুত্বও সাবলীল এবং স্বতঃস্ফুর্ত। ফলে প্রিয় বন্ধুরা কখনওই একসঙ্গে চুপচাপ থাকে না। তারা প্রাণবন্ত এবং উচ্ছল থাকে। যদি কথাই বলতে ইচ্ছা না করে তাহলে সেই বন্ধুত্ব না করাই ভালো। জোর করে অন্তত বন্ধুত্ব হয় না ৷

সাবলীল ও প্রতি মুহূর্তের স্বতঃস্ফুর্ততাই বন্ধুত্বের অন্যতম জীয়ন কাঠি

বন্ধুত্ব চিরকালের

প্রিয় বন্ধু চিরদিনের। হতে পারে দু’জনে আলাদা কলেজ গিয়েছেন, আলাদা শহরে জীবন-যাপন করেন, প্রাত্যহিক জীবনের নানা কর্মকান্ডে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু এত কিছুর পরও ভালো বন্ধুত্ব কখনোই হারিয়ে যায় না। দুজন ভালো বন্ধু কখনোই একে অপরকে ভুলে যাবে না, বরং আরো বেশি করে একে অপরকে মনে করবে এবং সময় পেলেই একে অপরের সঙ্গে দেখা করে খুনসুটি করবে, এমনই হতে হবে বন্ধুত্ব। রাগ অভিমান করে পরস্পরকে ভুলে গেলে সেটা কখনোই প্রকৃত বন্ধুত্ব নয়। যেকোনো উপায়ে একে অপরের সাথে যুক্ত থাকা এবং মনের ভাব আদান-প্রদান করার চেষ্টার মধ্য দিয়ে বন্ধুত্বকে জিইয়ে রাখতে হয়।

বন্ধুত্ব চিরদিনের

বন্ধুত্বে বিশ্বস্ত থাকা

বন্ধুত্বে বিশ্বাস রাখা খুবই জরুরী। তৃতীয় কোনো পক্ষের কথার সূত্র ধরে বন্ধুত্বের বিশ্বাসভঙ্গ কখনোই কাম্য নয়। প্রকৃত বন্ধুকে এ বিষয়টি সবসময় মাথায় রাখতে হয়, তবেই তো বন্ধুত্ব দীর্ঘায়ু হয়। বন্ধুত্বে কোনো সমস্যা থাকলে মুখোমুখি আলোচনা করা, সরাসরি জানতে চাইলে অনেক ভুল-ভ্রান্তি সহজেই দূর করা যায়। প্রয়োজনে তৃতীয় পক্ষকে সামনে রেখে তথ্যের সত্যতা যাচাই করা উচিত। অকারণে কখনোই বন্ধুকে দায়ী করবেন না। বন্ধুর কোনো কিছু অপছন্দ হলে অন্যের কাছে সমালোচনা না করে সরাসরি বলাই শ্রেয়।

পরষ্পরের প্রতি বিশ্বাস বন্ধুত্বকে টিকিয়ে রাখতে যথেষ্ট

দুঃসময়ে পাশে থাকা

এক বন্ধুর বিপদে চিন্তা-ভাবনা ছাড়াই অন্য বন্ধুর সাড়া দেওয়াই হচ্ছে প্রকৃত বন্ধুত্বের পরিচয়। প্রয়োজনে রাত চারটের সময়েও বন্ধুর পাশে থাকা অপর বন্ধুর কর্তব্য। যে বন্ধুর জন্য আপনি এমন করতে পারবেন এবং যে বন্ধু আপনার পাশে সর্বদা থাকতে পারবে, সে-ই আপনার সত্যিকার বন্ধু। ফলে এরকম বন্ধুত্ব করার চেষ্টা করাই উচিত।

দুঃসময়ে পাশে থাকাই একজন প্রকৃত বন্ধুর কর্তব্য

বন্ধুত্বের ইচ্ছেকে সম্মান জানানো

বন্ধুর ইচ্ছাকে সবসময় সম্মান জানানো উচিত। যদি তা পছন্দ না হয়, তবে সরাসরি বলুন। সম্পর্ক টিকিয়ে রাখতে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা অবশ্যই জরুরী। সমালোচনা করুন, তবে কটুক্তি নয়। বন্ধুর সমালোচনা বন্ধুরা করবে না তো কে করবে? তবে সমালোচনার ভাষা ব্যবহারে সচেতন হওয়ায় খুবই প্রয়োজন। একবার ভুল হলে তাকে ছুঁড়ে না ফেলে তা শুধরে নেওয়াই প্রকৃত বন্ধুর দায়িত্ব। বন্ধুর প্রতি বিনয়ী হওয়া বন্ধুত্বের প্রধান হাতিয়ার।

বন্ধুত্বের ইচ্ছেকে সম্মান জানানো সম্পর্ক টিকিয়ে রাখতে ফুয়েলের মতো কাজ করে

প্রতিনিয়ত বন্ধুর ভালো চাওয়া

ভালো বন্ধু সবসময় বন্ধুর ভালো চায়। নিজের ভালো হোক সকলেই চায়, তবে তার জন্য বন্ধুর ক্ষতি হোক এমন ভাবা কিন্তু প্রকৃত বন্ধুর পরিচায়ক নয়। প্রকৃত বন্ধু চাইবেন তার নিজের উন্নতির পাশাপাশি আপনারও উন্নতি হোক। যেখানে কিংবা যত দূরেই থাকুন না কেন, বন্ধুর কল্যাণ কামনাই প্রিয় বন্ধুর পরিচায়ক।

প্রতিনিয়ত বন্ধুর ভালো চাওয়া প্রকৃত বন্ধুর পরিচায়ক

বন্ধুত্বে সৎ থাকা

বন্ধুত্বে অবশ্যই সৎ থাকতে হবে। মিথ্যা তথ্য কিংবা ধারণা দিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়া যায়, কিন্তু গড়লেও তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আপনি যা সেটাই প্রকাশ করা এবং অযথা কৃত্রিমতা বর্জন করে নিজের ব্যক্তিত্বকে প্রদর্শনের মধ্য দিয়ে বন্ধুর কাছে স্বচ্ছ ধারণা তুলে ধরাই হচ্ছে প্রকৃত বন্ধুর দায়িত্ব। মনের মতো বন্ধু পেতে সততার কোনো বিকল্প নেই। সততা প্রিজারভেটিভ ছাড়াই সম্পর্কের বৃক্ষকে সতেজ রাখে।

বন্ধুত্বে সততা সম্পর্কের বৃক্ষকে সতেজ রাখে

বন্ধুকে সময় দেওয়া

দীর্ঘদিনের বন্ধুরা একে অন্যের পেছনে সময় ব্যয় করে। মানুষের পারিপার্শ্বিক অবস্থা প্রতিনিয়ত সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বন্ধুরা হয়তো আগের মতো সময় দিতে পারে না। এর ফলে যে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের ব্যাঘাত ঘটবে তা কিন্তু না। নতুন বন্ধুদের পাশাপাশি পুরোনো সম্পর্কগুলোকে ঝালাই করে নিতে হয় প্রতিনিয়ত। দৈনন্দিন ব্যস্ততায় পুরোনো বন্ধুত্বকে হারিয়ে ফেলা একদমই উচিত নয়। আপনার বন্ধু আর আপনার মাঝখানে কেবল এক মুঠোফোন দূরত্ব। বন্ধুকে মনে করুন, পুরোনো স্মৃতি রোমন্থন করুন।

পুরোনো স্মৃতি রোমান্থন বন্ধুত্বকে টিকিয়ে রাখতে টনিকের মতো কাজ করে

ভালো শ্রোতা হওয়া

বন্ধুত্বে ভালো শ্রোতা হওয়াও খুব জরুরি। বন্ধুর সাথে আড্ডায় কেবল নিজের কথাগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত নয়। বন্ধুকেও কথা বলতে দেওয়া এবং আলোচনায় উৎসাহিত করার মধ্য দিয়ে দুজনের ভালো লাগা, মন্দ লাগা পরষ্পরের বুঝে নিতে সহজ হয়। বন্ধুর সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া, বন্ধুর কাছে গুরুত্বপূর্ণ এমন বিষয় নিয়ে উপহাস না করাই প্রকৃত বন্ধুর দায়িত্ব। বন্ধু মানেই কেবল আমার সবটুকু কথা তাকে বলে ফেলা নয়, বরং তার কথাগুলোকেও আপন করে নেওয়া।

বন্ধুত্বে ভালো শ্রোতা হওয়া জরুরী

বন্ধুত্বকে টিকিয়ে রাখতে শেখা

একজন প্রকৃত বন্ধুকে অবশ্যই জানতে হবে কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। অনেকেই জানে না যে বন্ধুত্ব কিভাবে টিকিয়ে রাখতে হয়। ফলে কারণে-অকারণে নানা সমস্যা সৃষ্টি হয়, দূরত্ব তৈরি হয়, বন্ধুত্ব ক্রমেই হারিয়ে যায়। বিপরীতে যারা দীর্ঘদিন বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে, তারা এর মূল বিষয়টি জানে। এতে থাকতে হয় স্বাভাবিকতা, প্রাণ চাঞ্চল্য। বন্ধুত্বের মাঝে ভুল বোঝাবুঝি, রাগ, অনুরাগ, ব্যস্ততা, এড়িয়ে চলা, নার্ভাস ভাব ইত্যাদি দূরে রাখা শিখতে হয়।

খুঁনসুটি, দুষ্টমী, প্রাণ চাঞ্চল্যতা দীর্ঘস্থায়ী বন্ধুর জন্য খুব জরুরী

মানুষের নিরন্তর পথ চলায় অক্সিজেনের কাজ করে বন্ধুত্ব। যে কথা কাউকে বলা যায় না, তার আগল অকপটে খুলে দেয়া যায় বন্ধুর সামনে। বন্ধু কখনো শিক্ষক, কখনো সকল দুষ্টুমির একমাত্র সঙ্গী। মনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আবেগ আর ছেলেমানুষী হুল্লোড়ের অপর নামই তো বন্ধুত্ব। যেতে যেতে বন্ধুত্ব নিয়ে কৃষ্ণকলির এই অসামান্য গানটি শুনিয়ে যাই পাঠকদের যা দুই বন্ধুর মনের চেতনাকে ব্যক্ত করেছে।

“বন্ধু তোমার চোখের মাঝে             চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে                 চিন্তালোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাজে               চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই                তোমার কি মন ভালো
বন্ধু তুমি একটু হাসো                     একটু কথা বলো
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা ক’ জন
তবুও বন্ধু… মন হলো না আপন…”

বন্ধুত্বতা মানুষের নিরন্তন পথ চলার অন্যতম উপাদান

Featured Image: hdnicewallpapers.com

References:

তথ্যসূত্র

১) wikihow.com/Maintain-a-Friendship

২) lifeoptimizer.org/2008/08/29/build-stronger-friendships/

৩) lifehack.org/articles/communication/10-tips-help-you-keep-more-good-friends.html

৪) getthefriendsyouwant.com/how-to-keep-and-maintain-friendships/

৫) goodlifezen.com/10-simple-ways-to-strengthen-friendships-for-a-lifetime-2/

৬) elitedaily.com/life/8-ways-making-keeping-good-friends/

 

Description: This article is in Bangla language and it's on the best way to everlasting friendship.

Related Articles