অকল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকান নিউ জিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ১৬.৪ ওভারে দলীয় ২১২ রানের মাথায় অ্যান্ড্রু টাইয়ের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫৪ বলে চারটি এবং নয়টি ছয়ের মারে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। মার্টিন গাপটিল ১০৫ রানের ইনিংস খেলার পথে স্বদেশী ব্রেন্ডন ম্যাককালামকে টপকে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নিজের নাম লেখালেন। আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে গাপটিল ৭০টি টি-টুয়েন্টি ইনিংসে ৩৩.০৬ ব্যাটিং গড় এবং ১৩০.৭৫ স্ট্রাইক রেটে ২,০৮৩ সংগ্রহ করেছিলেন। আজকে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হন মার্টিন গাপটিল এবং কলিন মুনরো। উদ্বোধনী উইকেট জুটিতে ১০.৪ ওভারে তারা ১৩২ রান যোগ করেন। মুনরো ৩৩ বলে ছয়টি চার এবং ছয়টি ছয়ের সাহায্যে ৭৬ রান করার পর সাজঘরে ফিরে গেলেও গাপটিল শতক হাঁকিয়েই থামেন।
মার্টিন গাপটিল এখন পর্যন্ত ৭১ ইনিংসে ৩৪.১৮ ব্যাটিং গড়ে ও ১৩২.৮৪ স্ট্রাইক রেটে ২,১৮৮ রান নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনি দুটি শতক এবং ১৩টি অর্ধশতক হাঁকিয়েছেন। তার স্বদেশী ব্রেন্ডন তার চেয়ে এক ইনিংস কম ৭০ ইনিংসে ব্যাট করে ৩৫.৬৬ ব্যাটিং গড়ে ও ১৩৬.২১ স্ট্রাইক রেটে ২,১৪০ রান করেছেন। ম্যাককালামও দুটি শতক এবং ১৩টি অর্ধশতক হাঁকিয়েছিলেন।
ফিচার ইমেজ- AFP