নিদাহাস ট্রফিতে সাকিব আছেন, সাকিব নেই

এমন দুর্ভাগ্য কজনের হয়? টেস্টেও অধিনায়ক, টি-টোয়েন্টিতেও অধিনায়ক। তারপরও দায়িত্ব পাওয়ার পর প্রথম মিশনেই ইনজুরির কারণে দলের বাইরে। সাকিব আল হাসানের সাথেই এমন হয়েছে। আঙ্গুলের ইনজুরি এখনও ভোগাচ্ছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারকে। মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতেও তার অংশগ্রহণ শঙ্কায়। ১৬ সদস্যের স্কোয়াডে ঠিকই আছেন। কিন্তু শতভাগ ফিট না হওয়ায় মাঠে নামা নিয়ে প্রশ্ন রয়েছে

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবকে সুস্থ ‘মনে হওয়ায়’ নিদাহাস ট্রফিতে তাকেই অধিনায়ক করা হলো। তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে থাকা নিয়ে সন্দেহ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের ভাবনা, শুধু ভারত নয়, টুর্নামেন্টের প্রথম ২-৩টি ম্যাচেই মাঠের বাইরে থাকা লাগতে পারে সাকিবের।

ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছেন সাকিব; Source: Cricinfo

সাকিব অনুশীলনে নেমেছেন কয়েকদিন আগে। এখন পর্যন্ত ফিল্ডিংয়ের সঙ্গে বোলিংটাও করতে পারছেন। কিন্তু ব্যাটটা পুরোপুরি ‘গ্রিপ’ করা সম্ভব হচ্ছে না তার পক্ষে। চিকিৎসকদের পররামর্শ, আরও ৮-১০ দিন বিশ্রামে দেওয়া হোক বাঁহাতি এই অলরাউন্ডারকে।  সেক্ষেত্রে শ্রীলঙ্কার স্বাধীনতা প্রাপ্তির ৭০ বছর উপলক্ষে শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতে সবগুলো ম্যাচে সাকিবের মাঠে নামা অনিশ্চিত।

তাই পাপন বলেছেন, ‘সাকিবের বল করতে কোনো সমস্যা নেই। ব্যাটিংয়ে একটু সমস্যা আছে। সবচেয়ে আদর্শ হবে যদি তাকে আরও ৮-১০ দিন বিশ্রামে রাখা যায়। ওর কিন্তু এমনিতে কোনো সমস্যা নাই। আঙুল একটু ফুলে যাচ্ছে। সাকিবকে নিয়ে তো আমরা রিস্ক নিতে পারি না। সাকিবের সাথেও আমরা বসেছিলাম। আল্টিমেটলি আমরা ১৫ জনের জায়গায় ১৬ জনের একটা স্কোয়াড করেছি। আমাদের বদ্ধমূল ধারণা সে খেলবে, কিন্তু এমনও হতে পারে যে একটু-দুটো ম্যাচ না-ও খেলতে পারে। সেক্ষেত্রে ব্যবস্থা নিয়ে রেখেছি।’

ব্যবস্থা বলতে সাকিবের স্থানে কে অধিনায়ক হবে সেই সিদ্ধান্ত। পাপন জানালেন, সাকিবের অনুপস্থিতিতে মাহমুদউল্লাহ রিয়াদকেই দায়িত্ব দিতে চান তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব যদি নাও খেলে, তারপরও অধিনায়ক হিসেবেই থাকছে দলের সঙ্গে (শ্রীলঙ্কা)। ওখানটায় সাকিব না থাকলে রিয়াদই হবে ন্যাচারালই।’

গেল  মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েন সাকিব। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান। তারপর থেকেই দলের বাইরে আছেন তিনি।

ফিচার ইমেজ- Daily Star

Related Articles

Exit mobile version