- নেপালের বিপক্ষে ৪৫ রানের জয় তুলে নিয়ে ৭ম স্থান লাভ করে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল নেদারল্যান্ডস।
- নেপালের জন্য নেদারল্যান্ডসের বোলাররা ১৮৯ রানের মামুলি সংগ্রহ কঠিন করে তোলেন।
- নেদারল্যান্ডসের বাঁহাতি স্পিনার রোলফ ভ্যান ডার মারউই চার উইকেট শিকার করেন।
গতকাল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের ৭ম স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৪৫ রানে পরাজিত হয়েছে নেপাল। পরাজয় দিয়ে শেষ করলেও টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে নেপালের কাছে। এই টুর্নামেন্টেই পাপুয়া নিউগিনিকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল নেপাল।
নেদারল্যান্ডসের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বাঁহাতি স্পিনার মারউই এবং সেলারের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। রোলফ ভ্যান ডার মারউই চারটি এবং পিটার সেলার দুটি উইকেট শিকার করেন। এতে করে নেদারল্যান্ডসের জন্য ১৯০ রানের লক্ষ্য পাহাড়সম হয়ে ওঠে।
নেপালের হয়ে অধিনায়ক পরশ খাদকা ২২ রান, দিপেন্দ্র সিং আইরি ২৫ রান এবং আট নাম্বারে নামা সম্পাল কামি সর্বোচ্চ ৩৬ রান করেন। নেপালকে ১৪৪ রানে আটকে রাখার বড় কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার রোলফ ভ্যান ডার মারউইয়ের। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করা মারউই ১০ ওভারে মাত্র ২০ রান খরচায় চার উইকেট শিকার করেন। পিটার সেলার এবং ক্লাসেন দুটি করে উইকেট শিকার করলে জয় থেকে ৪৫ রান দূরে থেকে সবকটি উইকেট হারায় নেপাল।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন। বোলিং সহায়ক উইকেটে সুবিধা করতে পারেননি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ৩৭ রান জমা হতেই ডাচদের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে ফেরান পেসার সম্পাল কামি। দলীয় ৪৮ রানে ইনফর্ম ব্যাটসম্যান ম্যাক্স ও’দাওদ ২৮ রান করে লেগস্পিনার লামিচানের শিকারে পরিণত হলে চাপে পড়ে ডাচরা।
পঞ্চম উইকেট জুটিতে বাস ডা লিড এবং মারউই ৩৯ রান যোগ করে উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালান। তবে ইনিংস বড় করতে পারেননি তারা। লিড ৯১ বলে দলীয় সর্বোচ্চ ৩৯ রান এবং মারউই ২৫ রান করেন। নেদারল্যান্ডসের নয় এবং দশ নম্বর ব্যাটসম্যান সেলার ও স্নাটার দুজনই ২৩ রানের ইনিংস খেলেন, যার সুবাদে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।
নেপালের সম্পাল কামি ২৪ রানে চার উইকেট এবং লামিচানে ও রাজবানশী দুটি করে উইকেট শিকার করেন। তাদের দুর্দান্ত বোলিং চাপা পড়ে যায় ম্যাচ মারউইর বোলিং নৈপুণ্যে। দুই দলই ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করলেও এই ম্যাচটি লিস্ট-এ ক্যাটাগরির আওতাভুক্ত। এই টুর্নামেন্টের পর থেকে ২০২২ সাল পর্যন্ত ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে নেপাল এবং নেদারল্যান্ডস।
ফিচার ইমেজ: Twitter