লিস্ট-এ ক্রিকেটে ৮ উইকেট শিকারী প্রথম বাংলাদেশি বোলার হলেন মিশু

  • ইয়াসির আরাফাত মিশু লিস্ট-এ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আট উইকেট শিকার করেছেন।
  • লিস্ট-এ ক্রিকেটে ১৯ বছর বয়সী মিশুর মাত্র দ্বিতীয় ম্যাচ এটি।
  • শক্তিশালী আবাহনীর বিপক্ষে ৮.১ ওভার বল করে ৪০ রানের বিনিময়ে কীর্তি গড়েন তিনি।
  • লিস্ট-এ ক্রিকেটে একাদশ বোলার হিসাবে ইনিংসে আট উইকেট শিকারের রেকর্ড গড়েন মিশু।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আবাহনীর বিপক্ষে ডিপিএলে চলতি আসরের নিজের অভিষেক ম্যাচ খেলেন ইয়াসির আরাফাত মিশু। লিস্ট-এ ক্রিকেটে এটি তার দ্বিতীয় ম্যাচ। এর আগের ম্যাচটিও তিনি খেলেছেন আবাহনীর বিপক্ষে।

ইয়াসির আরাফাত মিশু; Source: Bdcrictime.com

আবাহনীর বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায় প্রথমে ব্যাট করতে নেমে মিশুর বোলিং তোপের মুখে পড়ে আবাহনী। দলীয় ১২ রানের মাথায় এক রান করে মিশুর প্রথম শিকারে পরিণত হন সাইফ হাসান। এরপর নাজমুল হাসান শান্ত, মোসাদ্দেক হোসেন এবং নাসির হোসেনকে রানের খাতা খোলার সুযোগই দেননি মিশু। এরপর আবাহনী আর কোনো রান যোগ না করেই পাঁচ উইকেট হারায়।

নিজের প্রথম স্পেলে চার উইকেট নেওয়া মিশু দ্বিতীয় স্পেলে আরও চার উইকেট শিকার করে আবাহনীকে ১১৩ রানে গুটিয়ে দেন।

লিস্ট-এ ক্রিকেটের সেরা বোলিং ফিগার। শন টেইটের নামের আগে নিজের নাম লিখিয়েছেন মিশু; Source: Espncricinfo

লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে এটি সেরা বোলিং ফিগার। এর আগে ২০০৩-০৪ মৌসুমে জিম্বাবুয়ে-এ দলের বিপক্ষে ১৭ রানের বিনিময়ে সাত উইকেট শিকার করে লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন আব্দুর রাজ্জাক।

লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং বিশ্লেষণের তালিকায় মিশু অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন।

ফিচার ইমেজ: Bdcrictime.com

Related Articles

Exit mobile version