আইসিসি র‍্যাংকিংয়ে সাব্বির ও রুবেলের উন্নতি, অবনতি সৌম্য ও মোস্তাফিজের

  • আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিব পিছিয়েছেন দুই ধাপ।
  • নিদাহাস ট্রফির ফাইনালে ১৯তম ওভারে ২২ রান খরচ করা সত্ত্বেও রুবেল হোসেনের বোলিং র‍্যাংকিংয়ে ৪০ ধাপ উন্নতি ঘটেছে।
  • ব্যাটসম্যানদের মধ্যে ১৪ ধাপ এগিয়েছেন মুশফিক। সাব্বির রহমান তিন ধাপ এবং তামিম ইকবাল চার ধাপ এগিয়েছেন।

নিদাহাস ট্রফির ফাইনালে ১৯তম ওভারে ২২ রান দেন রুবেল হোসেন। যার ফলে বাংলাদেশের হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যায়। তিনিই প্রথমে তিন ওভারে ১৩ রান খরচ করে দুই উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান। ত্রিদেশীয় সিরিজে রুবেল হোসেনই বাংলাদেশের সেরা বোলার ছিলেন। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে শিকার করেছেন সাত উইকেট, যার প্রভাব পড়েছে সদ্য সমাপ্ত আইসিসি র‍্যাংকিংয়ে। ক্যারিয়ার সেরা ৪৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪২তম স্থানে উঠে এসেছেন। টুর্নামেন্ট শুরুর আগে ৩৪৪ রেটিং পয়েন্ট নিয়ে ৮২তম স্থানে ছিলেন রুবেল।

নিদাহাস ট্রফিতে সাত উইকেট শিকার করলেও ওভারপ্রতি ৮.৮৫ রান খরচ করেন মোস্তাফিজ, যার ফলে ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ৮ম স্থানে নেমে গিয়েছেন তিনি।

আইসিসি বোলিং র‍্যাংকিংয়ে বাজিমাত করেছেন ভারতের দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর এবং যুযবেন্দ্র চাহাল। ক্যারিয়ার সেরা ৭০৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন চাহাল। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষ চারজন বোলারই লেগস্পিনার।

আইসিসি বোলিং র‍্যাংকিংয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা ওয়াশিংটন সুন্দর; Source: AP Photo/Eranga Jayawardena

প্রথমবারের মতো বোলিং র‍্যাংকিংয়ে সেরা একশোতে জায়গা করে নেওয়া ওয়াশিংটন সুন্দর ৪৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন। টুর্নামেন্টে চাহাল এবং ওয়াশিংটন সুন্দর দুজনই আটটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া ক্যারিয়ার সেরা ৪৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ৭৮তম স্থান থেকে ৫২তম স্থানে উঠে এসেছেন জয়দেব উনাদকাট।

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিদাহাস ট্রফিতে পাঁচ ম্যাচে ৬৬.৩৩ ব্যাটিং গড়ে ১৯৯ রান করেছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিক। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭২* রান এবং তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আবারও ৭২* রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ৪৭৪ রানের রেটিং পয়েন্ট নিয়ে ৪২তম স্থানে উঠে এসেছিলেন তিনি। ফাইনালে নয় রান করে আউট হওয়ার পর ৪৬৮ রেটিং পয়েন্ট নিয়ে ৪৭তম স্থানে অবস্থান করছেন মুশফিকুর রহিম। টুর্নামেন্ট শুরুর আগে ৩৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬১তম স্থানে ছিলেন তিনি।

ব্যাটিং র‍্যাংকিংয়ে ১৪ ধাপ উন্নতি ঘটেছে মুশফিকুর রহিমের; Source: Getty Images

নিদাহাস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক কুশাল পেরেরা ২০ ধাপ এগিয়েছেন। টুর্নামেন্টে চার ম্যাচে তিনটি অর্ধশতকের সাহায্যে ২০৪ রান করেছেন তিনি। বর্তমানে ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন পেরেরা। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শিখর ধাওয়ান ১১ ধাপ এগিয়ে ৬১৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন।

ফাইনালে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক হাঁকানো রোহিত শর্মা তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন।

ফাইনালে ৭৭ রানের ইনিংস খেলে র‍্যাংকিং অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান সাব্বির রহমান। টুর্নামেন্ট শুরুর আগে ৫৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ২১তম স্থানে ছিলেন সাব্বির। বর্তমানে ৬১৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। নিদাহাস ট্রফিতে পাঁচ ম্যাচে মাত্র ৫০ রান করা সৌম্য সরকারের ১১ ধাপ অবনমন ঘটেছে। তিনি ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে ৩১তম স্থানে অবস্থান করছেন। এছাড়া চার ধাপ এগিয়ে তামিম ইকবাল ৪০তম স্থানে এবং এক ধাপ এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ৪২তম স্থানে অবস্থান করছেন।

ফিচার ইমেজ: AFP

Related Articles

Exit mobile version