- গতকাল পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির বিপক্ষে তিন উইকেট শিকার করেন কাইরন পোলার্ড।
- হাসান আলীকে দ্বিতীয় শিকারে পরিণত করার মাধ্যমে টি-টুয়েন্টিতে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন পোলার্ড।
- টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বাদশ বোলার হিসাবে এই কীর্তি গড়েন তিনি।
গতকাল রাতে পিএসএলে মুলতান সুলতানসের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে চার ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেন পোলার্ড। বর্তমানে নিয়মিত বোলিং না করলেও গতকাল নিজের কোটার চার ওভার বল করেন তিনি। তিন উইকেটে শিকারের মধ্য দিয়ে টি-টুয়েন্টিতে দ্বাদশ বোলার হিসাবে ২৫০ উইকেট শিকারের কীর্তি গড়েন পোলার্ড।
কাইরন পোলার্ড ৪০৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ২৭৯ ইনিংস বোলিং করে ২৫১ উইকেট শিকার করেছেন। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তার স্বদেশী ডোয়াইন ব্রাভো। ব্রাভো ৩৭৫ ম্যাচে ৪১৩ উইকেট শিকার করেছেন।
২০০৬ সালের ২৫ জুলাই টি-টুয়েন্টিতে অভিষেক ঘটে পোলার্ডের। ক্যারিয়ারের শুরুতে মিডিয়াম পেসের সাথে শেষদিকে ঝোড়ো ব্যাটিং করতেন তিনি। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টিতে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে মাত্র ১৮ বলে ৫৪ রান করে আলোচনায় আসেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর এ খেলোয়াড়। পরের বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে চড়া দামে কিনে নেয়। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি পোলার্ডকে। সব দেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে তিনি হয়ে ওঠেন ‘অটো চয়েস’।
কাইরন পোলার্ড এখন পর্যন্ত ৪০৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তার চেয়ে বেশি ম্যাচ আর কোনো ক্রিকেটার খেলেননি। ৪০৯ ম্যাচের ৩৬৭ ইনিংসে ব্যাট করে ৩০.১০ ব্যাটিং গড়ে এবং ১৫১.২৪ স্ট্রাইক রেটে ৭,৯৪৮ রান করেছেন তিনি। তার ক্যারিয়ারের চারের চেয়ে ছয়ের মার বেশি। ৫১১টি চারের বিপরীতে ৫১৪টি ছক্কা হাঁকিয়েছেন। টি-টুয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় গেইল এবং ম্যাককালামের পরেই আছেন তিনি।
ফিল্ডিংয়েও তিনি সবার সেরা। প্রায়ই এমন সব ক্যাচ লুফে নেন, যেগুলো কল্পনাও করা যায় না। এখন পর্যন্ত ২৩৩টি ক্যাচ ধরেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ব্রাভোর থেকে ৪৮টি ক্যাচ বেশি ধরেছেন পোলার্দ।
ফিচার ইমেজ: Randy Brooks/LatinContent/Getty Images