দুই কোরিয়ার আসন্ন যৌথ সাংস্কৃতিক পরিবেশনা বাতিল করেছে উত্তর কোরিয়া!

  • সিউল কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন শীতকালীন অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার সাথে অনুষ্ঠিতব্য যৌথ সাংস্কৃতিক পরিবেশনা বাতিল করেছে উত্তর কোরিয়া।
  • ফেব্রুয়ারির ৪ তারিখে উত্তর কোরিয়ার মাউন্ট কুমগ্যাং এ পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকের কার্যক্রমের অংশ হিসেবে এ পরিবেশনাটি হওয়ার কথা ছিল।
  • দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়নহাপ জানায়, গণমাধ্যমের ‘পক্ষপাতমূলক’ প্রতিবেদনের কারণে উত্তর কোরিয়া এ পরিবেশনাটি বাতিল করেছে।
  • উত্তর কোরিয়ার এই একতরফা পদক্ষেপকে ‘খুব অনুশোচনামূলক’ বলে অভিহিত করেছে সিউল।

আসন্ন অলিম্পিক উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সমুদ্র সৈকতে স্থাপিত অলিম্পিক রিং; Source: Bloomberg

দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার মতে, এই পরিবেশনাটি বাতিল করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না, কেননা দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম তাদের শীতকালীন অলিম্পিক সংক্রান্ত আন্তরিক প্রচেষ্টাকে অপবাদ দিয়েছে। পরিবেশনাটি পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র কার্যক্রম সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনের বিরুদ্ধে হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিল দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

এছাড়াও উত্তর কোরিয়ার একটি অনির্দিষ্ট দেশীয় উৎসবকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি করার জন্যও দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে দায়ী করেছে দেশটি, যদিও তারা নির্দিষ্ট করে কোনো গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করেনি। উত্তর কোরিয়ার ৭০তম সামরিক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আগের দিন ফেব্রুয়ারির ৮ তারিখে আয়োজিত এক বৃহৎ অনুষ্ঠানের সমালোচনা করে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানায়, এদিনে উত্তর কোরিয়া এক বৃহৎ সামরিক প্রদর্শনী আয়োজন করতে চলেছে। শুক্রবারে মন্ত্রী চো মিয়ংগিয়ন এটিকে ‘ভয় দেখানো’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “কিম জং-উন স্পষ্টতই তার পূর্ণ ক্ষমতা প্রদর্শন করতে চান।

অলিম্পিকে অংশগ্রহণ করতে আসা উত্তর কোরিয়ার নারী হকি দল; Source: Richmond Times-Dispatch

উল্লেখ্য, জানুয়ারির ৯ তারিখে দুই বছরেরও অধিক সময় পরে দুই কোরিয়া উচ্চপর্যায়ের আলোচনায় বসে, যেখানে উত্তর কোরিয়া শীতকালীন অলিম্পিকের জন্য দক্ষিণ কোরিয়ায় প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়। এর এক সপ্তাহ পরে জানানো হয়, অলিম্পিকে অংশগ্রহণের জন্য দুই কোরিয়া একটি যৌথ মহিলা আইস হকিদল তৈরি করবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে এক পতাকাতলে একসাথে মার্চ করবে। তারা পূর্বে এক পতাকাতলে মার্চ করলেও যৌথভাবে ক্রীড়ায় অংশগ্রহণের ব্যাপারটি এই প্রথম।

কিন্ত আসন্ন যৌথ সাংস্কৃতিক পরিবেশনাটি বাতিলের পরে উত্তর কোরিয়া জানায়নি অলিম্পিকে তাদের অন্যান্য যৌথ কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে। আসন্ন শীতকালীন অলিম্পিকটি ফেব্রুয়ারির ৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত হবে।

ফিচার ইমেজ: The Globe and Mail

Related Articles

Exit mobile version