বলিউডের চলচ্চিত্র ‘পদ্মাবত‘ এর মুক্তিকে কেন্দ্র করে ভারতের পাঁচটি রাজ্য জুড়ে ডানপন্থী সমর্থনকারী দল ভাংচুর চালায় এবং সিনেমা হল আক্রমণ করে।
রাজপুতদের সংগঠন কর্নি সেনাদের বিগত কয়েক দিনের উন্মত্ততার কারণে হরিয়ানা, গুজরাট, বিহার ও রাজস্থানসহ ডানপন্থী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত অনেক রাজ্য নিরাপত্তা জোরদার করেছে। বৃহস্পতিবার কর্নি সেনারা রাজস্থান ও বিহারে বাস থামায়, দোকানপাট ভাংচুর, রাস্তা আটক ও তলোয়ার চালিয়ে আস্ফালন করে।
চতুর্দশ শতকের পটভূমিতে তৈরি এই চলচ্চিত্রটি তাদের সম্প্রদায়ের অনুভূতিকে অসম্মান করছে দাবি করে তারা এর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলে। ভারতের সর্বোচ্চ আদালত এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে শুরু থেকেই আন্দোলনের তোপে পড়া চলচ্চিত্রটি বৃহস্পতিবার মুক্তি পায়।
রাতপুত সম্প্রদায়ের লোকেরা মুক্তির পূর্বে দিল্লীর গুরুগ্রামের একটি বিদ্যালয়ের বাসে হামলা চালালে কর্তৃপক্ষ শহরের ভেতরের এবং আশেপাশের বিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসে ক্রন্দনরত ভীত-সন্ত্রস্ত বাচ্চাদের ভিডিও ছড়িয়ে পড়লে জনগণ ক্ষুব্ধ হয়ে যায়। এ ঘটনায় প্রায় ১৮ জনকে গ্রেফতার করা হয়।
গুরুগ্রামের পুলিশ কমিশনার সন্দীপ খিরওয়ার জানান, তারা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সচল পুলিশের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, “বিদ্যালয়ের বাস হামলায় যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের সকলকে আদালতে উত্থাপন করা হবে।”
গত মঙ্গলবার গুজরাটে বেশ কিছু মোটরসাইকেল পুড়িয়ে দিলে ও সিনেমা হলে হামলা চালালে আন্দোলন হিংস্র রূপ ধারণ করে। এর ফলে ভিড়ের মধ্যে ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে তার দল বিজেপির সদস্যরা চলচ্চিত্রটির নির্মাতাদের সমালোচনা করেছেন।
এদিকে আন্দোলনের মুখে মুক্তি পেলেও ১৫০ কোটি ভারতীয় রুপির চলচ্চিত্রটি প্রথমদিন ভালোই আয় করেছে বলে সংবাদ প্রকাশ করেছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। চলচ্চিত্রটি দেশজুড়ে প্রায় ৪,০০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ফিচার ইমেজ: The Quint