- ইরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবও তা তৈরি করবে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ।
- বৃহস্পতিবার সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
৩২ বছর বয়সী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, সৌদি আরব পারমাণবিক বোমা তৈরি করতে চায় না, তবে যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে তাহলে তারাও নিঃসন্দেহে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। সিবিএস টেলিভিশনকে দেওয়া তার সাক্ষাৎকারটি আগামী রবিবার সম্প্রচারিত হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার সংক্রান্ত বিষয়ে ইরানের সাথে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতা বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। এরই মাঝে সৌদি যুবরাজ মোহাম্মদ পরিচালিত সংস্কার প্রক্রিয়ার অংশ হিসাবেই পারমাণবিক শক্তি মালিকানা অর্জন করার পরিকল্পনা করছে দেশটি। যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ফ্রান্স ও চীন সৌদি আরবের প্রথম দুটি পারমাণবিক রিয়্যাক্টর তৈরিতে কয়েক শত কোটি ডলার মূল্যের প্রস্তাবনা দিয়েছে বলে জানা গেছে।
বিশ্বে তেল রপ্তানিতে প্রথম এই দেশটি এর আগে বলেছিল, তারা শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে পারমাণবিক প্রযুক্তি চায়। তবে তারা পারমাণবিক জ্বালানির জন্যই ইউরেনিয়ামে সমৃদ্ধ হতে চাচ্ছে কিনা তা পরিস্কারভাবে জানায়নি দেশটি।
মঙ্গলবারে সৌদি সরকার পারমাণবিক শক্তি কার্যক্রমের জন্য একটি জাতীয় নীতি অনুমোদন করে। এতে সকল পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক সন্ধির দ্বারা সংজ্ঞায়িত শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের মাঝেই সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে।
আগামী সপ্তাহে সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে এই মূল্য প্রস্তাবনায় তার মন্তব্যের প্রতিফলন ঘটতে পারে। এর আগে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিতে বাধা প্রদান করতে পারে এমন ধরনের কোনো চুক্তিতে সৌদি আরব স্বাক্ষর করেনি।
ফিচার ইমেজ: Breitbart