- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তার পরিবর্তে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিআইএ পরিচালক মাইক পম্পিওকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
- ট্রাম্পের সাথে দীর্ঘদিন ধরেই টিলারসনের নীতিগত দ্বন্দ্ব চলে আসছিল।
- কাতার, ইরান এবং উত্তর কোরিয়ার প্রতি ট্রাম্পের কঠোর মনোভাবের বিপরীতে অবস্থান ছিল টিলারসনের।
Several senior Republican aides say they were given no heads up on Trump’s decision to fire Rex Tillerson: “Twitter. And news alerts, just like everyone else, apparently,” one senior GOP aide who works on foreign policy said when asked how the news spread https://t.co/KIOSD6Zd3p
— CNN (@CNN) March 13, 2018
আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। তিনি তাকে তার সেবার জন্য ধন্যবাদ জানান এবং পরবর্তী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে সিআইএ পরিচালক মাইক পম্পিওর নাম ঘোষণা করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “সিআইএর পরিচালক মাইক পম্পিও হবেন আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী। তিনি চমৎকার কাজ করবেন। রেক্স টিলারসনকে তার সেবার জন্য ধন্যবাদ।”
টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প আরো জানিয়েছেন, মাইক পম্পিওর পরিবর্তে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সংস্থাটির উপ-পরিচালক জিনা হ্যাসপেল। এর মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন সিআইএর প্রথম নারী পরিচালক।
Mike Pompeo, Director of the CIA, will become our new Secretary of State. He will do a fantastic job! Thank you to Rex Tillerson for his service! Gina Haspel will become the new Director of the CIA, and the first woman so chosen. Congratulations to all!
— Donald J. Trump (@realDonaldTrump) March 13, 2018
প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে গত প্রায় দেড় বছরে ট্রাম্প প্রশাসনে অনেক রদবদল ঘটেছে। কিন্তু টিলারসনের বহিষ্কার এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা। প্রায় এক বছর আগে নিয়োগ পাওয়া টিলারসনের সাথে কাতার, উত্তর কোরিয়া, ইরান, সৌদি আরব, রাশিয়াসহ বিভিন্ন প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই ট্রাম্পের মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছিল।
গত সোমবারেও দুজনের মধ্যকার নীতিগত পার্থক্য ফুটে ওঠে, যখন টিলারসন যুক্তরাজ্যে রাশিয়ান গোয়েন্দার মৃত্যুর পেছনে রাশিয়াকে দায়ী করে বক্তব্য দেন, কিন্তু প্রেসিডেন্টের প্রেস সচিব এরকম কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে আসন্ন সম্ভাব্য উত্তর কোরিয়া সফরের আগে ট্রাম্প নিজের দলকে সম্পূর্ণ নতুন করে সাজানোর পরিকল্পনা থেকেই টিলারসনকে বহিষ্কার করেছেন বলে ধারণা করা হচ্ছে।
Rex and I “disagreed on things” – President Trump outlines decision to sack Secretary of State Rex Tillerson https://t.co/6eUmTZsu7F pic.twitter.com/1BVSvUq0My
— BBC News (World) (@BBCWorld) March 13, 2018
গত বছর অক্টোবর মাসেই দুজনের সম্পর্কের টানাপোড়নের মাঝে গুজব উঠেছিল যে, টিলারসন পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু সেসময় সংবাদ সম্মেলন করে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। সেসময় আরো একটি সংবাদ ছড়িয়ে পড়েছিল যে, পারমাণবিক অস্ত্রের মজুদ দশগুণ করা সম্পর্কিত ট্রাম্পের সিদ্ধান্তের পর টিলারসন পেছনে ট্রাম্পকে ‘মোরন’ তথা নির্বোধ বলে গালি দিয়েছিলেন। কিন্তু টিলারসন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, রেক্স টিলারসন ছিলেন জ্বালানী কোম্পানী এক্সন এর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে গত বছর পহেলা ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। নির্বাচনের আগে ট্রাম্পের সাথে টিলারসনের কখনও দেখা হয়নি। অন্যদিকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও একজন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান। তাই আশা করা হচ্ছে, ট্রাম্পের সাথে টিলারসনের তুলনায় তার বোঝাপড়া ভালো হবে।
ফিচার ইমেজ: REUTERS/Kevin Lamarque/File Photo