নিরাপত্তাজনিত কারণে তুরস্কে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ

  • তুরস্কের আঙ্কারায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সোমবার জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
  • নিরাপত্তাজনিত কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে রবিবারে এক বিবৃতিতে জানিয়েছেন তারা।
  • তবে কী ধরনের নিরাপত্তাজনিত হুমকির কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

তবে দূতাবাস বন্ধ থাকলেও জরুরি সেবা প্রদান অব্যাহত থাকবে। তুরস্কে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিড় ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভবন এড়িয়ে চলতে বলেছে। তাদেরকে জনপ্রিয় পর্যটন এলাকা ও ভিড়ের মাঝে নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়।

Source: KTLA

যুক্তরাষ্ট্রীয় গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্রের দূতাবাস অথবা যুক্তরাষ্ট্রীয় নাগরিকগণ আঙ্কারায় যেখানে অবস্থান করছে, সে এলাকাগুলোয় হামলা হওয়ার আশঙ্কা রয়েছে বলে এক বিবৃতিতে জানান আঙ্কারার গভর্নর।

সোমবারে ভিসা ইন্টারভিউ ও অন্যান্য রূটিনমাফিক সেবাগুলো বন্ধ থাকবে। তারা জানান, পুনরায় কার্যক্রম শুরু হলে তারা ঘোষণার মাধ্যমে জানাবেন।

সাম্প্রতিক সময়ে তুরস্ক সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। এ ব্যাপারে তুরস্ক সরকার আইএস, কুর্দিশ বিদ্রোহী ও বামপন্থী দলগুলোকে সন্দেহ করে। ২০১৩ সালে আঙ্কারার সামনে একজন আত্মঘাতী বোমা হামলা চালায়। এর ফলে সে-ও একজন তুর্কী নিরাপত্তারক্ষী নিহত হয়। রেভল্যুশনারি পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট (ডিএইচকেপি-সি) এই বোমা হামলার দায় স্বীকার করে

ফিচার ইমেজ: Middle East Monitor

Related Articles

Exit mobile version