স্কুইড গেম সিরিজের চরিত্রগুলোর মধ্যে যে কয়টা চরিত্র মন কেড়ে নিয়েছে, তাদের মধ্যে পাকিস্তানি অভিবাসী ‘আলী আব্দুল’ অন্যতম। অত্যন্ত সহজ-সরল ও পরোপকারী গোছের এই মানুষটি অনেকেরই প্রিয় চরিত্র। আলী আব্দুল চরিত্রের কুশীলব অনুপম ত্রিপাঠী মূলত একজন ভারতীয়। ২০১০ সালে ‘কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অভ আর্টস’ এ পড়ার জন্য তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান। তবে, কোরিয়ান ইন্ডাস্ট্রিতে এটাই তার প্রথম কাজ নয়।