রুজা ইগনাটোভা: প্রযুক্তির সাহায্যে বিশ্বকে ধোঁকা দিয়ে গায়েব হয়ে গিয়েছেন যিনি
সিনেমার মতো ৪ বিলিয়ন ডলার আত্মসাৎ করে হাওয়া হয়ে গেলেন। ব্যাক্তিটি ছিলেন নিজেকে ক্রিপ্টোকুইন হিসেবে দাবি করা ডক্টর রুজা ইগনাটোভা। দ্যা টাইমস পত্রিকা এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যাম হিসেবে আখ্যায়িত করেছে। ড. রুজার ঠিকানা আজও সবার অজানা।