বাংলার মুঘল সুবাদার শাহবাজ খান কাম্বোর ভাটি অভিযান: ঈশা খানের বিরুদ্ধে আরও একটি ব্যর্থতা
বর্ষায় ভাটির নদ-নদীগুলো ফুলেফেপে সমুদ্রের মতো হয়ে যেতো। নিজেদের এলাকা হওয়ায় এসময় ভুঁইয়ারা ঠিকই পথঘাট চিনতো, কিন্তু মুঘলরা চোরাগোপ্তা আক্রমণের শিকার হলেও সহজে বুঝতে পারতো না আক্রমণটা হচ্ছে কোন জায়গা থেকে!