তথ্য-উপাত্ত নিয়ে বিশ্লেষণ আর গবেষণাকারীরা বলছেন, এই দুর্যোগের একেকটি দিনের প্রতি সেকেন্ডে মানুষ তার ইতিহাসকে ছাপিয়ে যাচ্ছে। ভাইরাসের প্রতিরোধে ডাক্তার-নার্সদের সাথে একদম পর্দার আড়াল থেকে লড়াই করছে তথ্য উপাত্ত নিয়ে গবেষকরা। মানুষের মাঝে সচেতনতা তৈরি থেকে শুরু করে সরকার-আন্তর্জাতিক সংস্থার নীতি নির্ধারণে প্রভাব ফেলছে বিশ্লেষিত তথ্য-উপাত্ত কিংবা মডেল।