স্টিফেন কিংয়ের বিখ্যাত যত মুভি চিত্রনাট্য
উপন্যাস প্রকাশিত হয়েছে কিন্তু সেটির গায়ে বেস্টসেলারের তকমা জুটেনি এমন ঘটনা স্টিফেন কিং এর জীবনে ঘটেছেই কদাচিৎ। ভৌতিক ঘরানার উপন্যাসের জন্য জনপ্রিয়তার শিখরে পৌছানো এই লেখক বই লিখতে শুরু করেছেন সেই ৭০ এর দশকের শুরুর দিকে। এখন পর্যন্ত ২০০ টি ছোট গল্প ছাড়াও স্টিফেন কিং উপন্যাস লিখেছেন ৬৩ টি। যার মধ্যে ৩৪ টি বই ই পরবর্তীতে মুভির চিত্রনাট্য হিসেবে রুপ নিয়েছে। তবে ভৌতিক উপন্যাসের জন্য খ্যাতি লাভ করলেও গতানুগতিক ধারার বই ও লিখেছেন স্টিফেন। বই এর সাথে সাথে সেগুলো মুভি চিত্রনাট্য হিসেবেও বেশ সফল। আজ আমরা দেখবো স্টিফেন কিং এর লেখা বিখ্যাত কিছু মুভি চিত্রনাট্য সম্পর্কে।