দিবালোক সংরক্ষণ সময়: কী উসকে দিয়েছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন?
এই রীতিতে বসন্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের উত্তর গোলার্ধে বসন্তকালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হয় এবং শরতে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। যার ফলে, সূর্যাস্ত-সূর্যোদয় হয় ঘণ্টাখানেক পরে আর বিকেলে পাওয়া যায় কিছু অতিরিক্ত সময়।